পিস্টন কাকে বলে? পিস্টন রিং এর কাজ কি

পিস্টন কাকে বলে?

পিস্টন হল একটি মেকানিকাল ডিভাইস, যা রেসিপ্রোকেটিং মোশন কে রোটেটিং মোশনে শক্তি স্থান্তরিত করে। ইহা ইঞ্জিন, পাম্প, কম্প্রেশর এই ধরনের যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ।

পিস্টন কিভাবে কাজ করেঃ

রেসিপ্রোকেটিং ইঞ্জিনে এটি কম্বাশন চেম্বারে উৎপাদিত শক্তি কে রিসিভ করে সিলিন্ডারের ভিতরে উঠানামা করে পরে এই শক্তিকে কানেকটিং রডের মাধ্যমে crankshafts এ সরবরাহ করে থাকে। এটি মূলত থার্মাল এনার্জি কে রিসিভ করে সিলিন্ডারের ভিতরে নিজে রেসিপ্রোকেটিং মোশনে উঠানামা করে কানেকটিং এর দ্বারা ক্র্যাংকশ্যাফট কে রোটেটিং মোশনে ঘুরায়।

পিস্টন রিং কত প্রকার ও কি কি?

পিস্টনে দুই প্রকার রিং থাকে।  যথাঃ

 ১। কম্প্রেশন রিং

২। অয়েল রিং

পিস্টন রিং এর কাজ কি? নিচে পিস্টন রিং এর কাজ দেয়া হলো –

১। কম্বাশন চেম্বার হতে কমপ্রেশন লিকেজ হতে বাঁধা প্রদান করে।

২। লুব অয়েল কে crankcase হতে সিলিন্ডারে আসতে বাধা দেয়।

৩। কম্বাশন চেম্বার এর তাপ কে সিলিন্ডার ওয়ালে স্থানান্তরিত করে থাকে।

৪। পিস্টনের উঠানামা যাতে সুষম হয় এর জন্য অয়েল স্কেপার রিং এর মাধ্যমে সিলিন্ডার ওয়ালে অয়েল ফ্লিম তৈরী করে।

piston


إرسال تعليق

أحدث أقدم