১। পাম্প কাকে বলে?
উত্তরঃ যে ডিভাইস যান্ত্রিক শক্তিকে হাইড্রলিক শক্তিতে রুপান্তর করে নিচু স্থান থেকে উঁচু স্থানে তরল পদার্থ স্থানান্তর করে, তাকে পাম্প বলে।
২। পাম্প কত প্রকার ও কী কী?
উত্তরঃ পাম্প দুই প্রকার। যথা-
ক) পজেটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প- রেসিপ্রোকেটিং পাম্প, রোটারি পাম্প
খ) রোটো ডাইনামিক পাম্প- সেন্ট্রিফিউগাল পাম্প
৩। রেসিপ্রোকেটিং পাম্প কাকে বলে?
উত্তরঃ যে পাম্পের চলমান অংশটি রেসিপ্রোকেটিং অর্থাৎ, অগ্র-পশ্চাৎ গতিতে চলে, তাকে রেসিপ্রোকেটিং পাম্প বলে।
৪। সেন্ট্রিফিউগাল পাম্প কাকে বলে?
উত্তরঃ সেন্ট্রিফিউগাল ফোর্সের প্রভাবে যে পাম্প তরল পদার্থ নির্গমন পথ দিয়ে বের করে দেয়, তাকে সেন্ট্রিফিউগাল পাম্প বলে।
৫। সেন্ট্রিফিউগাল পাম্পের প্রাইমিং কী ও প্রাইমিং এর প্রকারভেদ লিখ।
উত্তরঃ সেন্ট্রিফিউগাল পাম্পের পাম্প কেইসিং এবং সাকশন লাইন বায়ুশূন্য করার পদ্ধতিকে সেন্ট্রিফিউগাল পাম্পের প্রাইমিং বলে।
প্রাইমিং কে তিন ভাগে ভাগ করা যায়-
ক) ম্যানুয়াল প্রাইমিং
খ) ভ্যাকুয়াম প্রাইমিং
গ) স্বয়ংক্রিয় প্রাইমিং
সেন্ট্রিফিউগাল পাম্পের কয়েকটি প্রাইমিং পদ্ধতি-
ক) ফুট ভালভ ও ফানেল পদ্ধতি
খ) পাম্পের উপরে অবস্থিত সরবরাহ ট্যাংকের সাহায্যে
গ) ইজেকটরের সাহায্যে
ঘ) ইন্ডাক্টর প্রাইমিং
ঙ) ভ্যাকুয়াম প্রাইমিং.
৬। সেন্ট্রিফিউগাল পাম্পের সাকশন ও ডেলিভারী লাইনের পানির বেগ কত থাকে?
উত্তরঃ সাকশন লাইন- ১.৫-৩ মি/সে
ডেলিভারী লাইন- ১.৫-৪ মি/সে.
৭। ম্যানোমেট্রিক হেড কাকে বলে?
উত্তরঃ পাম্প কতৃক উৎপাদিত হেডকে ম্যানোমেট্রিক হেড বলে।
৮। কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ কাকে বলে?
উত্তরঃ প্রকৃত নির্গমন তাত্বিক নির্গমন এর অনুপাতকে কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ বলে।
৯। পাম্পের আয়তনিক দক্ষতা কাকে বলে।
উত্তরঃ কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জকে যখন শতকরা হারে প্রকাশ করা হয় , তখন তাকে পাম্পের আয়তনিক দক্ষতা বলে।
১০। পাম্পের স্লিপ কী?
উত্তরঃ তাত্বিক নির্গমন ও প্রকৃত নির্গমনের ব্যবধানকে স্লিপ বলে।
স্লিপ দুই প্রকার- নেগেটিভ স্লিপ ও পজেটিভ স্লিপ।
১১। শতকরা স্লিপ কাকে বলে?
উত্তরঃ স্লিপকে যখন শতকরা হারে প্রকাশ করা হয়, তখন তাকে শতকরা স্লিপ বলে।
১২। নেগেটিভ স্লিপ কী?
উত্তরঃ প্রকৃত নির্গমন তাত্বিক নির্গমনের চেয়ে বেশি হলে তখন তাকে নেগেটিভ স্লিপ বলে।
১৩। নেগেটিভ স্লিপ কখন হয়?
উত্তরঃ রেসিপ্রোকেটিং পাম্পের সাকশন পাইপ লম্বা ও ডেলিভারী হেড কম হলে নেগেটিভ স্লিপ হয়।
১৪। এয়ার ভেসেল কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ সাকশন পাইপে সাকশন ভালভের কাছে এবং ডেলিভারী পাইপে ডেলিভারী ভালভ এর কাছে স্থাপন করা হয়।
১৫। NPSH কী?
উত্তরঃ সাকশন পাইপের মাধ্যমে ইম্পেলারে পানি প্রবাহের জন্য পাম্পিং ক্রিয়া দ্বারা যে হেড সৃষ্টি হয় তাকে নেট পজিটিভ সাকশন হেড বা সংক্ষেপে NPSH বলে।
১৬। পাম্পের ক্যাভিটেশন কী?
উত্তরঃ ক্যাভিটেশন এক প্রকার যান্ত্রিক ক্ষয় যা সেন্ট্রিফিউগাল পাম্পের ইম্পেলার ও কেসিং এ সংঘটিত হয়। সেন্ট্রিফিউগাল পাম্পের সাকশন সাইডের চাপ ভেপার প্রেসার অপেক্ষা কম হলে পানি বাষ্পে পরিণত হয়ে বুদবুদ সৃষ্টি করে এবং উচ্চ চাপী এলাকায় প্রবেশ করে পানির সাথে মিশে যায়। একারনে পানির চাপ বৃদ্ধি পায় এবং শব্দ ও ঝাঁকুনির সৃষ্টি হয়। এ সময় উচ্চ চাপের পানি দ্বারা পাম্পের ধাতব অংশে হাতুড়ির ন্যায় আঘাত করে এবং পাম্পের ধাতব অংশ ক্ষয় করে ফেলে। একে সেন্ট্রিফিউগাল পাম্পের ক্যাভিটেশন বলে।
১৭। ক্যাভিটেশনের প্রতিক্রিয়া ও প্রতিকার গুলো কিকি?
উত্তরঃ
প্রতিক্রিয়া-
ক) পাম্পে শব্দ হয় ও কম্পন সৃষ্টি করে।
খ) ইম্পেলার ও কেসিং ক্ষয়প্রাপ্ত হয়ে সারফেস অমসৃন হয়।
প্রতিকার-
ক) পাম্পের তরলের তাপমাত্রা কম রাখতে হবে।
খ) সাকশন পাইপের তরলের বেগ কম রাখতে হবে।
গ) সাকশন পাইপের তীক্ষ্নবক্রতা পরিহার করতে হবে।
১৮। রেসিপ্রোকেটিং পাম্পে এয়ার ভেসেল ব্যবহারের উদ্দেশ্য কী?
উত্তরঃ এয়ার ভেসেল ব্যবহারের উদ্দেশ্য।
ক) সেপারেশন এবং ক্যাভিটেশন কমানো।
খ) পাম্পকে অধিক দ্রুতিতে চালানো যায়।
গ) সাকশন হেড বৃদ্ধি পায়।
ঘ) শক্তির অপচয় কম হয়।
ঙ) পাম্প থেকে অবিরাম ও সুষম পোবাহ পাওয়া যায়।
১৯। পাম্পের শতকরা স্লিপ কত থাকে?
উত্তরঃ শতকরা স্লিপ ২% বা কম।
২০। সেন্ট্রিফিউগাল পাম্প ও রেসিপ্রোকেটিং পাম্পের কয়েকটি ব্যবহার ক্ষেত্র লিখ।
উত্তরঃ
সেন্ট্রিফিউগাল পাম্প
ক) শহরে পানি সরবরাহ করা।
খ) সেচকার্যে।
গ) পয়ঃনিষ্কাশন কাজে।
ঘ) বয়লারে ফিড ওয়াটার সরবরাহের কাজে।
ঙ) হাইড্রলিক মেশিন চালানো।
রেসিপ্রোকেটিং পাম্প।
ক) কেরোসিন পাম্পিং এর কাজে।
খ) টিউব ওয়েলের সাহায্যে পানি উত্তোলনের কাজে।
গ) অন্তরদহন ইঞ্জিনে জ্বালানী সরবরাহের কাজে।
ঘ) হাইড্ররিক জ্যাক, প্রেস ইত্যাদি চালনায়।
ঙ) নিউমেটিক প্রেসার সিস্টেমে।