গ্যাস জেনারেটরের প্রতিদিন (২৪ ঘন্টা) জ্বালানি খরচের হিসাব বের করার নিয়ম

গ্যাস জেনারেটরের প্রতিদিন (২৪ ঘন্টা) পাওয়ার উৎপাদন এবং জ্বালানি খরচের হিসাব

ধরি,

যদি ২৪ ঘন্টায় মোট পাওয়ার উৎপাদন 65109 kw হয়।

গ্যাস reading RMS রুম থেকে Gas reading meter থেকে সংগ্রহ করা হয়।

ধরি, 

২৪ ঘন্টার গ্যাস খরচের ব্যবধান

=( 4214112- 4204280) [rms room reading]

= 9832

২৪ ঘন্টায় কি পরিমান গ্যাস খরচ হয়েছে-

(Gas Reading Difference × 2.0183)

= 9832 × 2.0183

= 19843.92

বিঃদ্র ( ২.০১৮৩ এটা গ্যাস ফ্যাক্টর বিভিন্ন কোম্পানি তে ভিন্ন হতে পারে)

২৪ ঘন্টায় গ্যাস ব্যয়িত খরচঃ

(Gas Consumption per day × 8.62 )

=19843.92 × 8.62 

= 171054.63 tk.

বিঃদ্রঃ বর্তমান রেট 12.04 সুতারাং 8.62 টাকার পরিবর্তে 12.04 টাকা হবে।


<

প্রতি কিলোওয়াটের জন্য ব্যয়িত খরচঃ

(Gas cost tk ÷ Total production per day kw) 

=171054.63 ÷ 65109

=2.62


প্রতি কিলোওয়াটের জন্য ব্যয়িত গ্যাসের পরিমানঃ

(Gas consumption per day ÷ Total production per day Kw)

=19843.92 ÷ 65109

=0.30

Gas consumption account

Post a Comment

Previous Post Next Post