মটরের নেইম প্লেট না থাকলে মটরের HP বের করার উপায়
উত্তরঃ [প্রথমে ভোল্টেজ মাপতে হবে]
মনেকরি, ভোল্টেজ ২৩০ পেলাম
তারপর ডিজিটাল মিটার দিয়ে এক তারে অ্যম্পিয়ার মাপতে হবে।
মনেকরি 6.5 অ্যম্পিয়ার পেলাম
এখন,
=230×6.5
= 1495 watt
আবার,
1495/746
=2 hp [746 watt=1 hp]
[সাধারণত সিঙ্গেল ফেইজে]
1HP= 746 Watt
বা 746 Watt= 1HP
আমরা জানি,
Watt÷Voltage= Ampere
অতএব
746W÷220V= 3.39A
অতএব প্রতি 1HP= 3.39A
সুতরাং
প্রতি HP= 3.39A হলে,
2HP×3.39= 6.78A
3HP×3.39= 10.17A
প্রতিদিন আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুনঃ Join Now
Tags:
Electrical