টু স্ট্রোক ইঞ্জিন ও ফোর স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্য

দুই স্টোক ও চার স্টোক ইঞ্জিনের মধ্যে পার্থক্যঃ

No. টু স্ট্রোক ইঞ্জিন ফোর স্ট্রোক ইঞ্জিন
1. টু স্ট্রোক ইঞ্জিনে পিষ্টনের ক্র্যাংক শ্যাফট এক বার ঘূর্নন সম্পন্ন হয়। ফোর স্ট্রোক ইঞ্জিনে পিষ্টনের ক্র্যাংক শ্যাফট দুই বার ঘূর্নন সম্পন্ন হয়।
2. টু স্ট্রোক ইঞ্জিনে কোন ভালভ থাকে না ফোর স্ট্রোক ইঞ্জিনে প্রতিটি সিলিন্ডারে দুইটি ভালভ থাকে।
3. টু স্ট্রোক ইঞ্জিনে জ্বালানির অপচয় বেশি তাই তাপীয় দক্ষতা কম। ফোর স্ট্রোক ইঞ্জিনে জ্বালানি অপচয় কম তাই তাপীয় দক্ষতা বেশি।
4. টু স্ট্রোক ইঞ্জিনে এয়ার কুলিং সিস্টেম ব্যবহার হয়। ফোর স্ট্রোক ইঞ্জিনে ওয়াটার কুলিং সিস্টাম ব্যবহার হয়।
5. টু স্ট্রোক ইঞ্জিনে বাতাস ও জ্বালানি মিশ্রন নষ্ট হয়। ফোর স্ট্রোক ইঞ্জিনে বাতাস ও জ্বালানি মিশ্রন নষ্ট হয় না।
6. টু স্ট্রোক ইঞ্জিনে শব্দ ও ক্ষয়ক্ষতি বেশি। ফোর স্ট্রোক ইঞ্জিনে শব্দ ও ক্ষয়ক্ষতি কম।
7. টু স্ট্রোক ইঞ্জিনে যন্ত্রাংশ কম তাই দক্ষতা বেশি। ফোর স্ট্রোক ইঞ্জিনে যন্ত্রাংশ বেশি তাই দক্ষতা কম।

two stroke & four stroke engine


إرسال تعليق

أحدث أقدم