মেইনটেন্সেস কি? মেইনটেন্সেস কত প্রকার ও কি কি?

মেইনটেন্সেস  কত প্রকার ও কি কি?

মেইনটেনেন্সঃ 

কোন যন্ত্রংশ দীর্ঘদিন ব্যবহারের ফলে এর কর্মদক্ষতা হ্রাস পায়। তাই এই কর্মক্ষমতা ফিরিয়ে আনার জন্য যে সকল কাজ করা হয় তাকে মেইনটেনেন্স বলে। যেমনঃ নাট,বোল্ট,চেইন,বেল্ট ঢিলা হয়ে যাওয়া, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স,দূষণ ইত্যাদি। বিভিন্ন উদ্দেশ্যে মেইনটেন্যান্স করা হয়।



মেটনটেন্সস তিন প্রকার ।

1) Preventive

2) Breakdown 

3) Schedule


Preventive মেটনটেন্সস:- 

প্রতিদিন যে কাজ করি তাকে বুঝায়। যেমন :-

১) অয়েল দেওয়া।

২) সার্জ ট্যাংকিতে পানি দেওয়া।

৩) এ্যায়ার ফিল্টার  পরির্বতন করা।

৪) পাম্প হাউজ চেক দেওয়া ইত্যাদি।

 


Breakdown মেটনটেন্সস:-

ইন্জিন চলাকালীন সময়ে হঠাৎ  বন্ধ  হয়ে গেলে তাকে Breakdown বলে। 

যেমন:- ইন্জিন যে কারনে বন্ধ হয়ছে  তা সমাধান  করার জন্য যা কাজ করা হয়।



Schedule মেটনটেন্সস:-   

কোন একটি নিদিষ্ট  সময় পর পর যে কাজ করা হয় তাকে Schedule  Maintance বলে। 

যেমন:-

১) অয়েল  চেন্জ। 

২ এ্য়ার ফিল্টার চেন্জ।

৩) স্পার্ক  প্লাক পরিষ্কার।

৪) ট্যাপেট করা।

৫) অল্টারনেটর বেয়ারিং  গ্রীজং।



ওভারহলিং ও মেইনটানেন্স এর মধ্যে কোন পার্থক্য কি?

ওভারহলিংঃ

ইঞ্জিন দীর্ঘদিন চলার পর ধীরে ধীরে এর কার্যক্ষমতা কমতে থাকে তাই এর কার্যক্ষমতা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে যে সমস্ত কাজ করা হয় তাকে ওভারহলিং বলে।

মেইনটানেন্সঃ 

ইঞ্জিনকে স্বাভাবিক ও আস্বাভাবিক অবস্থায় সঠিকভাবে চালাতে যে সমস্ত কাজ করা হয় তাকে মেইনটানেন্স বলে।


মেইনটেন্সেস


join Our Facebook group-1

join our Facebook group-2



1 تعليقات

أحدث أقدم