MWM জেনারেটর বন্ধ করার নিয়ম

MWM জেনারেটর বন্ধ করার সহজ পদ্ধতি আলোচনা 

Mwm generator Off করার নিয়মঃ

১. যদি একাধিক জেনারেটর থাকে তাহলে লোড কমিয়ে উপযুক্ত অবস্থায় আসলে তখন কন্ট্রল প্যানেল থেকে Deloading switchটি on করে দিতে হবে।

২. লোডে ট্রান্সফার হওয়া শেষ হলে automatic ভাবে C.B off হবে।

তারপর আপনি সার্কিট ব্রেকার সুইচ টি ও ডিলোডিং সুইচটি মেনুয়ালি অফ করে দিতে হবে।

৩. জেনারেটর আনলোডিং হলে ১ মিনিট পর Engine Demand switch টি অফ করে দিতে হবে।

৪.ওয়াটার টেম্পারেচার ৬০ ডিগ্রিতে আসলে Raw water pump & Cooling tower off করে দিতে হবে।


mwm generator off system


সকল আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন👇👇

Join Now


إرسال تعليق

أحدث أقدم