MWM Generator চালু করার নিয়ম

MWM জেনারেটর চালু করার পদ্ধতি 

MWM জেনারেটর চালানো বা অপারেটিং করতে নিম্নলিখিত বিষয় গুলো অবশ্যই মনে রাখতে হবে।

প্রথমে পাওয়ার প্লান্টে প্রবেশ করেই জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় উপকরণ গুলো চেক করবেন।

১. কনট্রোল প্যানেল একটিভ আছে কিনা দেখতে হবে। 

২. কোন এলার্ম থাকলে সেগুলো রিসেট করতে হবে।

৩. কন্ট্রল প্যানেলের প্যারামিটারে দেখতে হবে এবং  ভোল্টেজ ঠিক আছে কিনা তা চেক দিতে হবে।

৪. জেনারেটর রুমের মেইন গ্যাস ভালব ওপেন আছে কিনা এবং সেই সাথে গ্যাস প্রেসারও চেক করতে হবে।

৫. ওয়েল লেভেল ও ওয়াটার প্রেশার ঠিক আছে কিনা তা চেক দিতে হবে।

৬. ইঞ্জিনের সকল ভালব ওপেন আছে কিনা দেখতে হবে।

৭. সব কিছু ঠিক থাকলে এবার কন্ট্রল রুমে এসে প্যানেল বোর্ড থেকে ইঞ্জিন ডিমেন্ড সুইচটি অন করতে হবে।

৮. জেনারেটর চালু হয়ে গেলে এবার জেকেট ওয়াটার ৬০ ডিগ্রি সেঃ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

৯. এরপর সিবি বা সার্কিট ব্রেকার ক্লোজ করতে হবে।

১০. ধীরে ধীরে লোড বাড়তে শুরু করলে Raw water pump & Cooling tower চালু করতে হবে।

১১. যদি পাওয়ার ফ্যাক্টর ম্যানুয়ালি ধরাতে হয় তাহলে সেটি ধরিয়ে দিতে হবে।

১২. সবকিছু ওকে থাকলে All Factory তে লোড ডিসট্রিবিউশন করবেন।

mwm generator running system


জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপেঃ Join Now

2 تعليقات

أحدث أقدم