Mwm Generator HT & LT side safety valve এর কাজ সম্পর্কে আলোচনা

MWM Generator HT & LT সাইডের সেফটি ভালব, এয়ার ভেন্ট, ফ্লোট সুইচ এর কাজঃ




এই ইউনিটের মাঝে তিনটি ডিভাইস আছে।
১. Air vent Valve
২. Fload switch/water level switch
৩. safety Valve

নিচে এদের কাজ ধারাবাহিক ভাবে আলোচনা করা হলোঃ

Air Vent Valve এর কাজঃ

ওয়াটার লাইনের মধ্যে যদি বাতাস জমা হয় তাহলে Air vent valve সেই জমাকৃত বাতাস কে অটোমেটিক ভাবে বের করে দেয়।

Float switch/Water level switch এর কাজঃ

কুলিং সিস্টেম যদি পানির পরিমাণ ঠিক থাকে তাহলে Float switch/Water level switch সুইচ অটোমেটিক অন হয় এবং ওয়াটার লেভেল ঠিক আছে সে নির্দিষ্ট করে। আর যদি পানির পরিমাণ ঠিক না থাকে তাহলে সুইচ অন হবে না। আরেক বিষয় হলো যে পানির পরিমাণ ঠিক আছে কিন্তু সুইচ অন হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ইউনিতে হাওয়া আছে এবং হাওয়া বের করে দিলে Float switch/Water level switch সুইচ অন হবে।

Safety Valve এর কাজঃ

কখনও যদি কুলেন্ট এর চাপ বেড়ে গিয়ে অতিরিক্ত হয় তাহলে সেই অতিরিক্ত চাপকে অটোমেটিক ভাবে বের করে দিয়ে নির্দিষ্ট চাপের মধ্যে রাখে। প্রয়োজন অনুযায়ী safety valve এর প্রেসার সেট করা যায়।

আরও আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন-  Join now


Post a Comment

Previous Post Next Post