পাওয়ার প্লান্ট (জেনারেটর) সেকশনে জবের জন্য ইন্টারভিউ প্রশ্নোত্তর পর্ব-২

Cooling System কত প্রকার ও কি কি ?

উত্তরঃ Cooling System ২ প্রকার। যথাঃ

১. Water Cool Engine.

২. Air Cool Engine.


(1) Water Cool Engine: পানি দ্বারা যে ইঞ্জিন ঠান্ডা করা হয় তাকে Water Cool engine বলে।

(2) Air Cool Engine: বাতাস দ্বারা যে ইঞ্জিন ঠান্ডা করা হয় তাকে Air Cool Engine বলে।



Generator Cooling system এর বর্ণনা দাও।

উত্তরঃ ইহা ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ সিস্টেম। ইঞ্জিনকে ঠান্ডা রাখতে রেডিয়েটর হতে ওয়াটার মােটরের মাধ্যমে আপার হোজ ও লােয়ার হোজ পাইপের মাধ্যমে পানি ইঞ্জিনের Water Jacket এ প্রবেশ করে ইঞ্জিনকে ঠান্ডা করে। আবার ঐ গরম পানি রেডিয়েটরে প্রবেশ করে। রেডিয়েটরের সামনে একটি ফ্যান থাকে যেটা ইঞ্জিন দ্বাড়া চালিত হয় এবং পানিকে ঠান্ডা করে। এই ঠান্ডা পানি পূনরায় ইঞ্জিনে প্রবেশ করে। এভাবে ইঞ্জিন ঠান্ডা থাকে।

Alternator কি ?

উত্তরঃ Alternator – ইহা এমন একটি যন্ত্র যা Mechanical শক্তি গ্রহন করে Electrical শক্তি উৎপন্ন করে।

Dynamo কি?

উত্তরঃ Dynamo– ইহা এমন একটি যন্ত্র যা ব্যাটারিকে প্রয়ােজনীয় পরিমাণ চার্জ করে।

Self Starter কি?

উত্তরঃ self Starter- ইহা এমন একটি DC Motor যা ব্যাটারীর মাধ্যমে ইঞ্জিনকে ক্রাংক করে Start করে।

Thermostat Valve কি ?

উত্তরঃ Thermostat Valve- ইহা Radiator এর আপার হোজ লাইনের Water Pump এর সামনে ব্যবহৃত হয়। ইঞ্জিন যখন Start হয়ে ৬৫ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নতি হয় তখন Thermostat Valve খুলতে থাকে এবং Radiator থেকে ইঞ্জিন এর Water Jacket এ পানি সরবাহ শুরু হয়। ইঞ্জিনকে অপারেটিং তাপমাত্রায় নিয়ে আসে।

Fuel Pump কি?

উত্তরঃ Pump: ইহা এমন একটি যন্ত্র যা জ্বালানী ট্যাংক থেকে আসা জ্বালানীকে ফায়ারিং অর্ডার অনুযায়ী ইনজেক্টরে Fuel সরবরাহ করে ইঞ্জিনকে start করে।

Oil Pump কি ?

উত্তরঃ OIL Pump- ইহা এমন একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যা ইঞ্জিনের ভিতরে সকল ঘূর্ণায়মান যন্ত্রাংশক মবিল সরবরাহ করে।

Injector কি? 

উত্তরঃ Injector: এর কাজ অটোমাইজেশন আকাতে ইঞ্জিনের দহন প্রকষ্টে জ্বালানী স্প্রে করা।

Engine Cranking হয় কিন্তু Start হয় না এমতাবস্থায় করণীয় কি?

উত্তরঃ প্রথমে Mobil চেক করতে হবে, পানি চেক করতে হবে, Fuel Line এ  বাতাস থাকলে AC Pump এর মাধ্যমে বাতাস বাহির করতে হবে, তা যদি না হয় তাহলে Fuel Pump এর নাট টিলা করে বাতাস বের করতে হবে। এরপরেও যদি না হয় তাহলে একটি Injector এর মাথার নাট টিলা করে Start করে তারপর নাট টাইট দিতে হবে।

Synchronous কাকে বলে? এবং এর শর্তসমূহ কি কি ?

উত্তরঃ Synchronous: এক বা একাধিক Generator নিদিষ্ট শর্ত সাপেক্ষে প্যারালালে চালানোর পদ্ধতিকে Synchronous বলে। 

Synchronous এর শর্ত সমূহ:

১. প্রতিটি জেনারেটরের Voltage সমান হতে হবে। 
২. প্রতিটি জেনারেটরের Phase Sequence এক হতে হবে। 
৩. প্রতিটি জেনারেটরের Hz/ Frequency সমান হতে হবে। 


Module বা Controller কি ?

উত্তরঃ Module বা Controlle: যে ডিভাইসের মাধ্যমে Generator এর বিভিন্ন কার্যক্রমকে মনিটরিং এবং কন্ট্রোল করা হয় তাকে Module বা Controller বলে। যেমন:
১. ইঞ্জিন Start ও Stop করা যায়। 
২. Frequency GTUTURI 
৩. RPM দেখা যায়। 
৪.সমস্ত কার্যক্রমকে মনিটর করা যায়। 
৫. সমস্ত Fautt কে মনিটর করা যায়।


AVR (Automatic Voltage Regulator) কি ?

উত্তরঃ AVR (Automatic Voltage Regulator): এটি এমন একটি ডিভাইস যা Generator থেকে নির্দিষ্ট পরিমাণ Exciting Coit এর Voltage গ্রহণের মাধ্যমে Output Voltage কে Control করে। জেনারেটরের ইনপুট ভোল্টেজ যাই হোক না কেন নিদিষ্ট মানের আউটপুট ভোল্টেজ প্রদান করে।


Flashing করার নিয়ম কি?

উত্তরঃ Flashing করার নিয়মঃ Generator এর পােড়া লুবওয়েল বাহির করে ২০% নতুন ডিজেল ও ৮০% নতুন লুবওয়েল মিশ্রিত করে Generator এর অয়েল সাম এ প্রবেশ করিয়ে Generator কে Start করতে হবে। এবং ৪ মিনিট রেখে তারপর পুনরায় ড্রেন দিয়ে বের করে দিয়ে ভাল। লুব ওয়েল ঢালতে হবে।



Generator Servicing কিভাবে করা হয়?

উত্তরঃ Generator Servicing এর পদ্ধতি: Generator Servicing করার আগে প্রথমে Battery Connection খুলতে হবে।
তারপর যা করতে হবে:
(1) Fuel Filter Change. 
(2) Oil Filter Change. 
(3) Air Filter Cleaning/Changed. 
(4) Radiator Coolant change.
(5) Oil Sump Flashing. 
(6) Radiator Clean/Washing. 


Over Hit এর কারন ও প্রতিকার কি কি?

উত্তরঃ Over Hit এর কারনঃ
Over Hit এর কারন সমূহ হল:
(1) Air Filter জ্যাম হলে। 
(2) Turbo সঠিক ভাবে কাজ না করলে।
(3) Injector সঠিক ভাবে কাজ না করলে।
(4) Fuel Pump সঠিক ভাবে কাজ না করলে।
(5) Radiator সঠিক ভাবে কাজ না করলে। 

What is Generator?

উত্তরঃ Generator: An electric generator is a device that converts mechanical energy obtained from an external source into electrical energy as the output. 
Main Component of Generator: The main component of electric generator can be broadly classified as follows:
(1) Engine.
(2) Alternator. 
(3) Fuel System. 
(4) Voltage Regulator. 
(5) Cooling & Exhaust System. 
(6) Lubrication System. 
(7) Battery Charger. 
(8) Control Panel. 
(9) Main Assembly/ Frame. 

What is Engine?

Engine: The engine is the source of input mechanical energy to the generator. The size of engine directly proportional to the maximum power output the generator can supply. 

Turbo Charger কি ? 

Turbo Charger: বায়ুমন্ডলীয় চাপের চেয়ে অধিক চাপে ইঞ্জিন সিলিন্ডারে বাতাস সরবরাহ করা ও ইঞ্জিনের আয়তনিক দক্ষতা বাড়ানোর জন্য টার্বচাজার ব্যবহার কার হয়। 


Timer কি?

উত্তরঃ Timer: ইহা এমন একটি Electric Equipment যা নির্দিষ্ট সময়ে Connect এবং Disconnect এর মাধ্যমে কারেন্ট আদান প্রদান করে। 


Relay কি?

উত্তরঃ ইহা এমন একটি ইহা এমন একটি ইলেকট্রনিক রিকুমেন্ট যা প্রয়োজনের সংযোগ প্রদান ও বিচ্ছিন্ন করে।



Emergency Switch কি?

উত্তরঃ Emergency Switch: কোন দুর্ঘটনা ঘটলে দ্রুততম বন্ধ করার জন্য যে সুইচ ব্যবহার করা হয় তাকে Emergency Switch বলে।
power plant interview solution


আরও আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now



إرسال تعليق

أحدث أقدم