পাওয়ার প্লান্ট (জেনারেটর) সেকশনে জবের জন্য ইন্টারভিউ প্রশ্নোত্তর

১। জেনারেটর কি এবং এর কাজ কি?

উত্তরঃ জেনারেটরঃ যে যন্ত্র বা ডিভাইস মেকানিক্যাল শক্তিকে ইলেক্ট্রনিক্যাল শক্তিতে রুপান্তরিত করে তাকে জেনারেটর বলে। জেনারেটরের কাজ হচ্ছে বিদ্যুৎ বা কারেন্ট উৎপন্ন করা।


২। ইন্জিন কি এবং এর কাজ কি?

উত্তরঃ ইঞ্জিনঃ ইঞ্জিন এমন একটি যন্ত্র বা ডিভাইস যা জ্বালানির রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে এবং তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে। ঐ শক্তিতে নিজে চলে অ অন্যকে চালায়।


৩। অলটানেটর কাজ কি?

উত্তরঃ অলটানেটর হলো এক ধরনের এসি জেনারেটর। অল্টানেটর ac কারেন্ট উৎপন্ন করে। অলটানেটর কাজ হলো এসি কারেন্ট উৎপন্ন করা।


৪। টার্বচার্জার এর কাজ কি?

উত্তরঃ টার্বচার্জার এর কাজ হলো ইঞ্জিনের এগজস্ট গ্যাসের ধাক্কায় ঘূর্ণন গতি প্রাপ্ত হয়ে বায়ুমন্ডলীয় চাপের চেয়ে অধিক চাপে ইঞ্জিন সিলিন্ডারে বাতাস সরবরাহ করা এবং ইঞ্জিনের আয়তনিক দক্ষতা বৃদ্ধি করা।


৫। ইন্টারকুলার এর কাজ কি?

উত্তরঃ ইন্টারকুলার এর কাজ হলো ইঞ্জিনের ফুয়েল মিক্সর বা জ্বলানী মিক্সের কে ঠান্ডা করা।


৬। Intake Manifold এর কাজ কি?

উত্তরঃ Intake Manifold এর কাজ হলো ইঞ্জিন সিলিন্ডারে এয়ার ফিল্টারের সাহায্যে পরিস্কার বাতাস প্রবেশ করা।


৭। Exhust Manifold এর কাজ কি?

উত্তরঃ Exhust Manifold এর কাজ হলো ইঞ্জিন সিলিন্ডারের পোড়া গ্যাস বের করে দেওয়া।


৮। জেকেট ওয়াটার এর কাজ কি?

উত্তরঃ জেকেট ওয়াটার এর কাজ হলো ইঞ্জিন ব্লকের মধ্যে পানি সারকুলেশন করা।


৯। হিট এক্সেন্জার এর কাজ কি?

উত্তরঃ হিট এক্সেন্জার এর কাজ ইঞ্জিনের তাপ বিনিময় করা।


১০। থার্মস্ট্যাট ভালবের এর কাজ কি?

উত্তরঃ থার্মস্ট্যাট ভালবের এর কাজ হলো ইঞ্জিনের তাপমাত্রা অপারেটিং তাপমাত্রার চেয়ে বেশি হলে থার্মস্ট্যাট ভালব আসতে আসতে খুলে ইঞ্জিনকে অপারেটিং তাপমাত্রায় নিয়ে আসা।


১১। হেড সিলিন্ডারের কাজ কি?

উত্তরঃ হেড সিলিন্ডারের কাজঃ হেড ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ। এটি ইনটেক,এগজস্ট মেনিফোল্ড, ভালব ও হেড কিটস সমূহ কে ধারন করে এবং ইঞ্জিন সিলিন্ডারে চার্জ সরবরাহ করতে সহায়তা করে।


১২। কার্বরেটর এর কাজ কি?

উত্তরঃ কার্বুরেটরকে পেট্রোল ইঞ্জিনের হার্ট বলা হয়। ইহা ইঞ্জিনের চাহিদা অনুযায়ী বিভিন্ন অনুপাতে Air-Fuel Mixture তৈরি করে ইঞ্জিন সিলিন্ডারে সরবরাহ করে।


১৩। Pre-lub পাম্প এর কাজ কি ?

উত্তরঃ প্রি লুব পাম্পের কাজ হলো ইঞ্জিনের মুভিং পার্টস বা যন্ত্রাংশের মধ্যে লুব অয়েল পৌঁছে দেওয়া।


১৪। ইগনেশন কয়েল এর কাজ কি?

উত্তরঃ ইগনেশন কয়েল এর কাজ ব্যাটারীর লো ভোল্টেজ কে হাই ভোল্টেজে রুপান্তরিত করা।


১৫। অক্সজিলারি পাম্প এর কাজ কি?

উত্তরঃ অক্সজিলারি পাম্প এর কাজ হলো ইঞ্জিন ব্লকে পানি সরবরাহ করা।


১৬। I P M এর কাজ কি?

উত্তরঃ IPM এর পূর্ণরুপ Ignation per module. ইঞ্জিনের ইগনিশন কন্ট্রোল করা হচ্ছে IPM এর কাজ। ইহা ওয়াকেশা জেনারেটরে ব্যবহর করা হয়।


১৭। কুলিং টাওয়ার কাজ কি?

উত্তরঃ কুলিং টাওয়ার কাজ ইঞ্জিনের পানিকে ঠান্ডা করা।

১৮। Oil এর কাজ কি?

উত্তরঃ Oil এর কাজ ইঞ্জিনের মুভিং পার্টস গুলোর মধ্যে ঘর্ষণ ও ক্ষয় কমানো, ঠান্ডা করা, পিচ্ছিল করা ও ময়লা পরিস্কার করা।

১৯। Felxibol এর কাজ কি?

উত্তরঃ Felxibol এর কাজ হলো ইঞ্জিন ভাইব্রশন করার কারনে যাতে পাইপ লাইন ফেটে যা যায় তা রোধ কার।

২০। E S M এর কাজ কি ?

উত্তরঃ E S M এর কাজ ইঞ্জিনের ইগনিশন নিয়ন্ত্রণ করা।



আরও আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now





إرسال تعليق

أحدث أقدم