W.T.P তে ইন্টারভিউ এর জন্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

W.T.P তে ইন্টারভিউ এর জন্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

১। W.T.P কাকে বলে?

উত্তরঃ যে পরিশোধানোগারে ভূগর্ভস্থ পানি পরিশোধোন করা হয় তাকে W.T.P বলে। WTP= water treatment plant. যে পরিশোধ প্লান্টে সুপেয় পানি বা কারখানার প্রয়োজন অনুসারে সরবরাহ করার জন্য পানিকে পরিশোধন করা হয় তাকে wtp বলে। এই প্লান্টের পানির উৎস ভূপৃষ্ঠ বা ভূগর্ভস্হ ২ টায় হতে পারে। 


২। W.TP তে কি কি ফিল্টার ব্যবহার করা হয়?

উত্তরঃ Iron Fillter, Carbon Fillter, Resign Fillter.

তবে কি ধরনের ফিল্টার ব্যবহার হবে তাহা নির্ভর করবে Raw water quality এর উপর, কি কোয়ালিটির পানি প্রয়োজন এবং প্লান্টের ডিজাইনের উপর। তবে সাধারণত স্যান্ড ফিল্টার,এক্টিভেটেড কার্বন ফিল্টার,মাইক্রোন কার্টিজ ফিলটার, ব্যাগ ফিল্টার, মাল্টিমিডিয়া ফিল্টার ইত্যাদী। তবে রেজিন যেটাতে থাকে ওটা ফিল্টার নয়,ওগুলো আয়ন এক্সেন্জার, যেমুন সফটনার, ক্যাটায়ন, এনায়ন এক্সেন্জার, মিক্স বেড ইত্যাদি।


৩। সফট ওয়াটার ট্যাংক কাকে বলে?

উত্তরঃ W.T.P এর মাধ্যমে পরিশোধোনের পর পানি যে ট্যাংকে যায় তাকে ওয়াটার ট্যাংক বলা হয়। 

একটি wtp তে পরিশোধের পরে কি পানি হবে তাহা নির্ভর করে প্লান্টের ডিজাইনের উপর। যদি কোন আয়রন রিমুভিং প্ল্যান্টের পরিশোধিত পানি যে ট্যাংকে জমা হয় তাকে সফট ওয়াটার ট্যাংক বলা হয় তাহলে ওটা মহাভুল। আসলে সফেনার ইউনিট হতে পরিশোধনের পরে যে ট্যাংকে পানি জমা হয় ওটাকে সফট ওয়াটার ট্যাংক বলে। 


৪ Raw water ট্যাংক কাকে বলে?

উত্তরঃ যে ট্যাংকে ভূগর্ভস্থ পানি থাকে তাকে Raw water বলে।

Raw water বলতে সেই পানিকে বুজায় যে পানি পরিশোধনের জন্য ব্যবহার করা হয়। সেটা ভুগর্ভস্থ বা ভূ পৃষ্ঠস্থ উভয়ই হতে পারে। এমুনকি বৃষ্টির পানিও হতে পারে। 


৫। W.T.P তে. কি কি কেমিক্যাল ব্যবহার করা হয়? 

উত্তরঃ PAC, Caustic,Common salt.

কোন wtp তে কিকি কেমিক্যাল ব্যবহার হবে তাহা নির্ভর করবে Raw waterwaterএর কোয়ালিটি, প্লান্টের ডিজাইন, এবং আউটলেট ওয়াটারের কোয়ালিটি ডিমান্ডের উপর। 

তবে বহুল ব্যবহৃত কেমিক্যাল গুলো হলোঃ

সোডিয়াম হাইপোক্লোরাইড,সোডিয়াম বাই সালফেট, সোডিয়াম ক্লোরাইড,জিন্ক ফসফেট বেজ এন্টিস্কেলিং এজেন্ট, ক্লোরিগ্যাস, সোডিয়াম হাইড্রোঅক্সাইড,হাইড্রোক্লোরিক এসিড,সালফিউরিক এসিড,সাইটিক এসিড, পটাস এলাম, লাইম,ওজন গ্যাস ইত্যাদি।


৬। W.T.P তে কি কি টেষ্ট করা হয়

উত্তরঃ Iron,Hardness. 

এটাও নির্ভর করবে প্লান্টের ডিজাইন এর উপর বা আউটলেট ওয়াটারের কোয়ালিটি ডিমান্ডের উপর। 

তবে সাধারণত যে সব টেষ্ট করা হয়ঃ 

পিএইচ,কন্ডাক্টিভিটি,টিডিএস,ক্লোরাইড, হার্ডনেস, ডিও, আর্সেনিক, ফ্রী ক্লোরিন,সিলিকা, টোটাল ব্যাকটেরিয়া, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম,আয়রন ইত্যাদি।


৭। ১ কেজি রেজিনের জন্যে কত টুকু লবন লাগে?

উত্তরঃ 120 gm

প্রথমত রেজিনের পরিমাপ কেজিতে হয়না, লিটারে হয়। আর কতটুকু লবণ প্রতিলিটার রেজিন রিজেনারেশন করতে লাগবে তাহা নির্ভর করবে লবনের পিওরিটির উপর বা সোডিয়াম এর উপস্থিতির উপর।তবে সাধারণত ইন্ডাস্ট্রিয়াল সল্ট ১০০ গ্রাম লাগে। তবে বেশি পিওর লবন হলে আরও কমও লাগতে পারে। আবার নির্ভর করবে রেজিনের আয়ন আদান প্রদান সক্ষতার উপর।


৮। ১ কেজি লবন কতটুকু পানিতে গলানো হয়?

উত্তরঃ ৮-১০ লিটার।

১ কেজি লবন কে আপনি চাইলে ১০ লিটার পানিতেও গুলাইতে পারেন আবার ৫ লিটারেও পারেন। কিন্তুু প্রশ্ন হচ্ছে আদর্শ দ্রবণ বা সেচুরেটেড সলিউশন করতে কতটুকু পানিতে গোলাতে হবে? সেচুরেটেড সলিউশনের জন্য লবণ পানির অনুপাত হবে ১ঃ১০। 


৯। Hardness কাকে বলে? খাবার পানির Hardness কতো?

উত্তরঃ ইংরেজি শব্দ 'Hardness of water' এর অর্থ গুগল ট্রান্সলেটরে অনুবাদ করলে দেখতে পাবেন 'পানির কঠোরতা'। পানিতে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতুর ক্লোরাইড, বাই কার্বনেট, সালফেট ইত্যাদি লবণ দ্রবীভূত থাকে তাহলে ওই পানিকে খর পানি বলে। খাবার পানির Hardness 10-500mg/l.

হার্ডনেস শব্দের অর্থ খরতা। খরতা বলতে বুঝায় পানিতে বিদ্যমান ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের এবং এদের কার্বনেট এবং বাইকার্বনেট এর উপস্থিতিকে। খাবার পানির হার্ডনেস ১০ হতে ২৫০ পিপিএম উত্তম। 


১০। সাদা কাপড় ও রংঙিন কাপরের জন্যে Hardness কতো রাখতে হয়?

উত্তরঃ সাদা কাপড় এর জন্যে ০-৯, রঙ্গিন কাপড় এর জন্যে ০-২৫ mg/l.


১১। রেজিনেশন কাকে বলে? 

যে পক্রিয়ায় লবনের মাধ্যমে রেজিনের ক্ষমতা বাড়ানো হয় তাকে রেজিনেশন বলে।

প্রথমতো এটা রেজিনেশন নয়। রিজেনারেশন। রিজেনারেশন শব্দের অর্থ পূনরায় জন্মলাভ বা সক্রিয় হওয়া। আয়ন এক্সেন্জ রেজিন যখন আয়ন বিনিময় করতে করতে তার রিজার্ভ আয়ন শেষ হয়ে যায় এবং পানি হতে গৃহীত আয়ন দ্বারা পূর্ণ হয়ে যায় তখন তাহার আয়ন বিনিময় পক্রিয়াকে পূনরায় জিবিত করার জন্য এবং পানি হতে গৃহীত আয়ন অপসারণ করতে, রেজিনের বেজ আয়নের শক্তিশালী সলিউশন দ্বারা আয়ন বিনিময় করে পুনরায় পানি হতে কাংখিত আয়ন আদান প্রদান করার জন্য সক্রিয় করার পদ্ধতিকে রিজেনারেশন বলে। সেটা কি আয়নের সলিউশন দ্বারা হবে তাহা নির্ভর করবে প্লান্টের ডিজাইন এবং রেজিনের ধরণের উপর। যেমুন একই রেজিন সফেনারে লবণ দিয়ে রিজেনারেশন করা হলেও, ক্যাটায়ন এক্সেন্জারে হাইড্রোজেন বেস এসিড দিয়ে করা হয়। আবার এন্যায়নে করা হয় কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোঅক্সাইড দ্বারা। 



water treatment plant


11 Comments

  1. ওয়াট সম্পর্কে অারো প্রশ্ন দিয়েন

    ReplyDelete
  2. ভালো লাগলো

    ReplyDelete
  3. Ans gulo last dea pora jasse na

    ReplyDelete
    Replies
    1. কি সমস্যা হচ্ছে বিস্তারিত বলুন সমাধান করে দিতেছি

      Delete
    2. ডাব্লিউ টিভি প্রসেসিং কি

      Delete
  4. হার্ডনেস কেন টেষ্ট করা হয়!

    ReplyDelete
  5. এধন্যবাদ

    ReplyDelete
  6. রেজিনেশন করার নিয়ম কি জানালে উপকৃত হবো

    ReplyDelete
  7. পড়ে ভালো লাগলো ও অনেক কিছু জানা হলো।
    অসংখ্য ধন্যবাদ ❤️

    ReplyDelete
Previous Post Next Post