চিলার কাকে বলে? চিলার কত প্রকার ও কি কি? চিলার কিভাবে কাজ করে

চিলার কাকে বলে?

যে মেশিনের সাহায্যে পানিকে তার সাধারণ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় রুপান্তরিত করা হয়। তাকে চিলার বলে। 

চিলার সাধারনত দুই প্রকার। যথাঃ

১. vapour Abosrption type Chiller

২. Vapour compression type/screw Electric type Chiller.  


চিলারের প্রধান অংশ সমূহঃ

1.Abosorber 

2.Evaporator 

3.Condenser

4.Absorbent pump

5.Refrigerant pump

6.purge pump 

7. Manometer

8.High Temperature Generator (HTG)

9.Low Temperature Generator (LTG)


কার্যপ্রনালীঃ

যেহেতু পানির তাপমাত্রা চাপের সাথে সম্পর্কযুক্ত। সুতারাং চাপ বাড়লে তাপমাত্রাও বাড়ে। বায়ুমন্ডলীয় 760 mm Hg চাপে পানির তাপমাত্রা 100°C. তাহলে 6 mm Hg চাপে পানির তাপমাত্রা 3.7°C. ইভাপোরেটরে 6 mm Hg চাপ থাকার কারনে অল্প তাপমাত্রায় পানি বাষ্প হয়ে যায়। বাষ্প হওয়ার জন্যে যে তাপমাত্রার প্রয়োজন হয় তা chilled water হতে শোষন করে। ফলে chilled water ঠান্ডা হয়।  



যেমনঃ Vapour absorption chiller এ সাধারণত বায়ুশুন্য রাখা হয়। ফলে ইভাপোরেটরের টিভবের মধ্য দিয়ে প্রবাহিত চিল্ড এয়াটার প্রবাহিত হয়। চিল্ড ওয়াটর পানি টিভবের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় refrigerant পাম্পের মাধ্যমে refrigerant কে টিভবের উপরে স্প্রে করে। স্প্রে করার সময় চিল্ড ওয়াটার থেকে প্রয়োজনীয় তাপ গ্রহন করে refrigerant বাষ্প হয়ে যায়। উক্ত বাষ্পকে শোষন করার জন্য লিথিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয়। লিথিয়াম ব্রোমাইড বাষ্পকে শোষন করে পানির সাথে মিশে যায়। এই মিক্সারকে আলাদা করার জন্য HTG- High Temperature Generator সরবরাহ করা হয়। HTG এ উচ্চ তাপমাত্রা (150 -155)°C থাকার কারনে লিথিয়াম ব্রোমাইড থেকে refrigerant আলাদা হয়ে যায়।condenser এ চলে আসে। condenser এ ভিতরে cooling water টিভবের সাথে তাপ বিনিময় করে refrigerant তরলে পরিনত হয়ে refrigerant Sump এ জমা হয়। আবার পুনরায় refrigerant পাম্পের মাধ্যমে চিল্ড ওয়াটার টিভবের উপর স্প্রে করা হয়। অপর দিকে abosrber & condenser এর তাপমাত্রা কমানোর জন্য abosrber & condenser টিভবের ভিতর দিয়ে ঠান্ডা পানি প্রবেশ করানো হয়। এই প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে।


Chiler
ছবিঃ চিলার

আরও আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now

إرسال تعليق

أحدث أقدم