অল্টরনেটরঃ
অল্টারনেটরকে এসি জেনারেটর বলে। ইহা এমন একটি ডিভাইস যার মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এতে আর্মেচার স্থির থাকে এবং ফিল্ডকে প্রাইম মুভারের সাহায্যে ঘুরালে ফিল্ডে উৎপন্ন ঘুরন্ত চুম্বকক্ষেত্র বা ফ্লাক্স আর্মেচার কন্ডাক্টরকে কর্তন করলে কন্ডাক্টরের মধ্যে এসি ই এম এফ আবিষ্ট হয়।
Image: Alternator |
অল্টারনেটরের মূল তত্ত্বঃ
অল্টারনেটর মূলত ফিল্ড, আর্মেচার ও এক্সাইটার নিয়ে কাজ করে। এক্সাইটার দ্বারা ফিল্ডে চুম্বক ক্ষেত্র তৈরী করা হয়। যখন ফিল্ডকে ঘুরানো হয়, তখন চুম্বক ক্ষেত্র আর্মেচার কোরের উপর উপরিস্থিতি পরিবাহী সমূহ কর্তন করে এবং ফ্যারাডের ইলেক্ট্রো-ম্যাগনেটিক ইন্ডাকশন নীতির মাধ্যমে পরিবাহী এসি ই এম এফ উৎপন্ন করে।
অল্টারনেটরের বিভিন্ন লস কি কি?
উত্তরঃ অল্টারনেটরের বিভিন্ন লস সমূহঃ
অল্টারনেটরে সাধারানত দুই প্রকার লস হয়। যথা-
১। কপার লস।
২। কোর লস।
কপার লস দুই প্রকার। যথা-
(ক) আর্মেচার কপার লস।
(খ) ফিল্ড কপার লস।
কোর লস দুই প্রকার। যথা-
(ক) এডি কারেন্ট লস।
(খ) হিস্টেরেসিস লস।
অল্টারনেটরের প্যারালাল অপারেশনের শর্তসমূহঃ
১। টার্মিনালের ভোল্টেজ অবশ্যই সমান হতে হবে।
২। পোলারিটি এক হতে হবে।
৩। অল্টারনেটরের স্পিড এমন ভাবে রাখতে হবে জাতে করে ফ্রিকুয়েন্সি সমান থাকে।
৪। ফেজ সিকুয়েন্স অবশ্যই এক হতে হবে।
জেনারেটর প্রটেকশানে কি কি থাকে?
1) ডিফারেনশিয়াল প্রটেকশান৷
2) আন্ডার ফ্রিকুয়েন্সি প্রটেকশান৷
3) হাই ফ্রিকুয়েন্সি প্রটেকশান৷
4) আন্ডার ভোল্টেজ প্রটেকশান৷
5) হাই ভোল্টেজ প্রটেকশান৷
6) ওভার কারেন্ট প্রটেকশান৷
7) আর্থিং ফল্ট প্রটেকশান৷
8) রিভার্স পাওয়ার প্রটেকশান৷
9) লস অফ এক্সসাইটেশান প্রটেকশান৷
10) ফেজ টু ফেজ প্রটেকশান।
Differential protection:
অল্টারনেটরে ডিফারেনশিয়াল প্রটেকশান ফল্ট থেকে নিরাপত্তার জন্য Stater winding এ differential রিলে ব্যবহার করা হয়েছে। এখানে CT কানেকশন রয়েছে সমস্যা হলে জেনারেটর ট্রিপ করিয়ে দেয় এই রিলে।
Loss of Field or Excitation Protection:
Loss of field or excitation এই ফল্ট হতে পারে জেনারেটর এর excitation failure এর কারনে সেফটির জন্য একটি রিলে ব্যবহার করা হয়।
Over Voltage protection:
অল্টারনেটরে Over voltage ফল্ট হয়ে থাকে AVR/CDVR malfunctioning এর জন্য হঠাৎ লোড বেড়ে যাওয়া এই ফল্ট থেকে ACB রক্ষা করে।
Earth Fault Protection:
Stator কে alternator এর winding এর হার্ট বলা হয়। Neutral grounding করা থাকে ক্যাবল লিকেজ এর 5-10A এর বেশি কারেন্ট পাইলে ACB এই ফল্ট থেকে রক্ষা করে এছাড়াও রিলে থাকে।
Over Frequency Protection:
Over frequency or over speed alternator rotor এর eddy কারেন্ট লসের জন্য frequency বেড়ে যায়। এই ফল্টকে সুরক্ষা দেওয়ার জন্য রিলে থাকে। রিলে ACB কে ট্রিপ করিয়ে দেয়।
Reverse power protection:
কোন কারনবশত জেনারেটরটি বাসবার হতে যখন পাওয়ার গ্রহন করে। তখন Reverse power রিলের সাহায্যে প্রটেকশন দেওয়া হয়। বাসবার প্রান্তে Current Transformer (CT) সংযোগ করা থাকে। ফলে যখন বাসবার হতে জেনারেটর পাওয়ার গ্রহন করে। তখন CT এর রেশিও অনুপাতে Reverse power রিলেতে current প্রবাহিত হতে থাকে। ফলে reverse power রিলে সংক্রিয় হয়ে ব্রেকার ACBকে ট্রিপ করিয়ে দেয়।
Under Frequency Protection:
Under frequency জেনারেটর অপারেট frequency থেকে কম হলে এই ফল্ট আসে। এছাড়াও AVR এর সমস্যা,rectifier diode এর সমস্যার জন্য হয়। রিলে ACB এই সমস্যায় জেনারেটর ট্রিপ করিয়ে সুরক্ষা দেয়।
Under Voltage protection:
সিনক্রোনাইজিং সিস্টেমে ফেজ টু ফেজ ভোল্টেজ কম হলে Under voltage protection কাজ করে। ভোল্টেজ এর সংগে rpm এর সম্পর্ক আছে AVR/CDVR এবং Rectifier diode কাজ করে সেটিং এর থেকে voltage কম হলে জেনারেটর ট্রিপ করিয়ে দেয়।
Over current protection:
Over current হয়ে থাকে জেনারেটর এ CT ও PT থেকে। এই সমস্যা সমাধানের জন্য ACB তে সেটিং থাকে এবং current বেড়ে গেলে জেনারেটর ট্রিপ করে।
অল্টারনেটর কে সুরক্ষা দেওয়ার জেনারেটর এ অনেক ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে।