অল্টারনেটরের ফল্ট সমূহের নাম

অল্টারনেটরে যে সকল ফল্ট হয়ে থাকে

উত্তরঃ অল্টারনেটরের ফল্টসমুহঃ

(১) স্টেটর ওয়ান্ডিং ফল্ট।

(২) ওভার স্পিড।

(৩) ওভার কারেন্ট।

(৪) ওভার ভোল্টেজ। 

(৫) আন্ডার ভোল্টেজ। 

(৬) আনব্যালেন্স লোড।

(৭) ওভার লোড।

(৮) আন্ডার ফ্রিকুয়েন্সি।

(৯) রিভার্স পাওয়ার।


Reverse power কি?

উত্তরঃ যখন কোন জেনারেটর বাসবার হতে পাওয়ার নিয়ে ওল্টা ঘুরে। অর্থাৎ মোটেরের ন্যায় ঘুরে। তাকে Reverse power বলে।   


Reverse power কেন হয়?

উত্তরঃ যদি কোন প্লান্টে দুই বা দুয়ের অধিক জেনারেটর সিনক্রোনাইজিং করা আছে। কারন বশত একটি জেনারেটর ট্রিপ করছে। কিন্তু ওই জেনারেটর ব্রেকার ট্রিপ করেন নাই। ফলে উক্ত জেনারেটরটি বাসবার হতে উল্টা পাওয়ার গ্রহন করে মোটরের ন্যায় ঘুরতে থাকে তাই reverse power হয়ে থাকে।


Reverse power হলে কি করনীয়?

উত্তরঃ Reverse power অবস্থায় জেনারেটর কোন অবস্থায় বন্ধ হবে না। যে পর্যন্ত ব্রেকার (ACB) বন্ধ না করা হবে। কারন তখন অলটারনেটরটি বাসবার হতে পাওয়ার নিয়ে মোটরের ন্যায় ঘুরছে। ব্রেকার বন্ধ করে দিলে ইন্জিনও বন্ধ হয়ে যাবে।


Reverse power কে কিভাবে প্রটেকশন করা হয়?

উত্তরঃ Reverse power প্রটেকশনের জন্য বর্তমানে সকল কন্ট্রোল প্যানেলে একটি নির্ধারিত পয়েন্ট করা থাকে। ফলে নির্ধারিত পয়েন্ট অতিক্রম করলেও ব্রেকার সংক্রিয়ভাবে ট্রিপ হয়ে যায়। এটি সাধারনত জেনারেটরের ক্যাপাসিটির ১০% অনুযায়ী করা হয়।যেমনঃ একটি জেনারেটরের ক্যাপাসিটি 1600 kw হলে। তার Reverse power সাধারণত 160 kw করা থাকে। ফলে Reverse power 160 kw হলেও ব্রেকার (ACB) ট্রিপ করে।  



কিভাবে Reverse power রিলে সাহায্যে অল্টারনেটরের Reverse power প্রটেকশন করা হয়? 

উত্তরঃ কারনবশত জেনারেটরটি বাসবার হতে হতে পাওয়ার গ্রহন করে। তখন Reverse power রিলের সাহায্যে প্রটেকশন দেওয়া হয়। বাসবার প্রান্তে Current Transformer (CT) সংযোগ করা থাকে। ফলে যখন বাসবার হতে জেনারেটর পাওয়ার গ্রহন করে। তখন CT এর রেশিও অনুপাতে Reverse power রিলেতে কারেন্ট প্রবাহিত হতে থাকে। ফলে Reverse power রিলে সংক্রিয় হয়ে ব্রেকার (ACB) কে ট্রিপ করে দেয়। 

Alternator
image: Alternator Construction 

  

আরও আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now

Post a Comment

Previous Post Next Post