Cooling Tower কিভাবে কাজ করে। কুলিং টাওয়ারের কার্যপ্রণালী বিস্তারিত আলোচনা

কুলিং টাওয়ার কিভাবে কাজ করে?

হিট ট্রান্সফারের জন্য কুলিং টাওয়ার খুব উপযোগী একটা সিস্টেম। হিট ইঞ্জিনের ক্ষেত্রে ওয়াটার কুলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইঞ্জিনের গরম পানিকে ঠান্ডা করে রাখার গুরুত্বপূর্ণ কাজটি কুলিং টাওয়ারের মাধ্যমে করা হয়।

কুলিং টাওয়ার একটা ওপেন সার্কিট ওয়াটার কুলিং সিস্টেম। প্রকারভেদে কুলিং টাওয়ার অনেক প্রকারের আছে।

যেমনঃ

1. Counterflow 

2. Crossflow

3. Hyperbolic 

আমরা সচরাচর ব্যবহৃত Counterflow কুলিং টাওয়ার নিয়ে আলোচনা করি।

কুলিং টাওয়ারে কি কি থাকেঃ

• পাখা সংযুক্ত একটি মোটর 

• শাওয়ার পাইপ

• স্প্রিংকলার হেড 

• ইনফিল

• বেসিং

• ম্যাস বা লুভারস

• ওয়াটার ইন আউট পাইপ

ইত্যাদি অংশ সংযুক্ত থাকে।


Cooling tower
Image: cooling tower



কার্যপ্রণালীঃ

ইঞ্জিন হতে গরম পানি হিট এক্সচেঞ্জার প্লেটের মাধ্যমে হিট এক্সচেঞ্জ হয়। পানি ঠান্ডা হয়ে ইঞ্জিনে আবার ব্যাক যায়।

অপর পাশের পানি পাম্পের মাধ্যমে প্রশার পেয়ে কুলিং টাওয়ার যায়। কুলিং টাওয়ারের যে শাওয়ার থাকে তার মাধ্যমে ইনফিলের উপর নজেল দিয়ে স্প্রে হয়। স্প্রিংকলার হেডের মাধ্যমে শাওয়ার ঘুরে ঘুরে পানি  স্প্রে করে ইনফিলের চারিদিক। 

উপরে যে ফ্যান থাকে সেটা কুলিং টাওয়ারের নিচ থেকে বাতাসকে টানতে থাকে। বাতাস ইনফিলের খাজের মধ্য দিয়ে পানির সাথে ধাক্কা খেয়ে উপরের দিকে আসে এবং সাথে পানির হিট রিমুভ করে কিছু বাষ্পাকারে পরিবেশে ছেড়ে দেয়। যার কারণে আমরা কুলিং টাওয়ারের উপরে ধোয়ার মত দেখি। ইনফিল খাজ খাজ (ওয়েভ) থাকার কারণে পানি ছোট কণায় ভেঙে যায়। যার কারণে খুব দ্রুত হিট রিমুভ হয়ে যায়।

এটা হল Counterflow cooling tower ক্ষেত্রে।

এই ঠান্ডা পানি কুলিং টাওয়ার বেসিনে পড়ে। 

ঐ জায়গা থেকে আবার নিচে রিজার্ভ ট্যাঙ্কে জমা হয়। Raw Water Pump এর মাধ্যমে এই পানিকে আবার হিট এক্সচেঞ্জারে পাঠানো হয়। এভাবে পানি সার্কুলেশন হয়।

মেকআপ ওয়াটারঃ

ইভাপোরেশনের কারণে পানির লেভেল কমে যায়।যার কারণে মেকআপ ওয়াটার প্রয়োজন হয়। এইজন্য আলাদাভাবে মেকাপ ওয়াটার দেওয়ার ব্যবস্থা করা হয়। 

ম্যাস বা লুভারসঃ

ম্যাস বা লুভারসের কাজ হল সূর্যের আলো,ধুলাবালু, ময়লা ডাস্ট হতে কুলিং টাওয়ার রক্ষা করা। এছাড়াও বেসিনের পানি যেন বাইরে ছিটিয়ে না পড়ে তার জন্য সুরক্ষা প্রদান করা।

আরও আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now

إرسال تعليق

أحدث أقدم