Knock Sensor কি? নকিং সেন্সর কিভাবে কাজ করে

Knock Sensor কি। কি কি কারনে সিলিন্ডার এ fault Signal আসতে পারে এই sensor এর মাধ্যমে। কিভাবে কাজ করে।

Knock Sensor:

নক সেন্সর মূলত একটি সেফটি ডিভাইস। সিলিন্ডার এর Vibration বা Abnormal sound কে Detonate (বিস্ফোরিত) করে। Piezoelectric elements, shunt registor,Metal (mechanical stress) দিয়ে এই সেন্সর বানানো। Cylinder এর Vibration হলে mechanical stress দ্বারা 300 থেকে 500 DAC milli voltage উৎপন্ন করে। সিলিন্ডার Vibration বা Abnormal sound কে সব সময় মনিটরিং করে ইন্জিন চলা কালিন সময়ে। সিলিন্ডার ব্লক এ (near by Piston) বসানো থাকে এই Sensor.


সিলিন্ডারে knocking এর কারনঃ

সিলিন্ডারে knocking এর কারন গুলো হলোঃ-

১। Ignation Timing ঠিক না থাকলে, 

২। ট্যাপেট এডজাস্ট ঠিক না থাকলে, 

৩। Cylinder Pressure ঠিক না থাকলে , 

৪। Spark Plug এর সমস্যা থাকলে, 

৫। Valve sheat ক্ষয় হয়ে গেলে, 

৬। Valve বাকিয়ে গেলে, 

৭। Valve lifter এর সমস্যা থাকলে, 

৮। Oil pressure কম থাকলে ,

৯। ক্যাম শ্যাফট এ সমস্যা থাকলে, 

১০। Valve brige ঠিক না থাকলে, 

১১। Piston assembly সমস্যা হলে, 

১২। Fuel এর মিশ্রন ঠিক না হলে ইত্যাদি।


Knock Sensor কিভাবে কাজ করেঃ

সিলিন্ডার এ Vibration বা Abnormal sound হলে Mechanical Sress মাধ্যমে Sensor এর Voltage 3 থেকে 5 second কম সময়ের মধ্যে EISM কে সিগন্যাল দিবে, EISM সিগনাল দিবে Pro_Act/Ignation Module/ESM কে Pro_Act/Ignation module/ESM সিগনাল দিবে PLC কে PLC দিবে Control Panel কে Fault Signal by knocking নম্বর সিলিন্ডার। Engine ভেদে অনেক কিছূ ভিন্ন হতে পারে। 

আমার লিখায় ভুল থাকতে পারে । ভুল গুলো ধরিয়ে দিবেন আসা করি।

Knock sensor
চিত্রঃ নক সেন্সর


সকল বিষয়ে আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now


Post a Comment

Previous Post Next Post