অয়েল ফিল্ম (Oil Film) কি? অয়েল ফিল্ম ইঞ্জিনর কিভাবে কাজ করে

অয়েল ফিল্ম ইঞ্জিনে যেভাবে কাজ করেঃ

আমরা জানি ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে এর ইঞ্জিনের বিভিন্ন মুভিং পার্টস মুভ করতে থাকে। যেমন ক্রাঙ্কশ্যাফট,ক্যামশ্যাফট, পিস্টন, টার্বোচার্জার, ভালব মেকানিজম ইত্যাদি। যখন এই পার্টসগুলো মুভ করে তখন যদি একটি আরেকটি সাথে ফ্রিকশন হয় তাহলে প্রচুর তাপ উৎপন্ন করবে। সাথে সাথে করোশন হবে। এবং ড্যামেজ হয়ে যেতে পারে। 

এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ইঞ্জিন অয়েল বা লুব্রিকেটিং অয়েল ব্যবহার করা হয়। অনেকে আমরা লুব অয়েল নামে চিনে থাকি।  

লুব অয়েল মুভিং পার্টস যে স্থির অংশের উপর মুভ করে তার মধ্যবর্তী জায়গায় এক ধরনের ফিল্ম তৈরি করে। এই মুভিং পার্টসগুলো এই ওয়েল ফিল্মের উপর ঘুরতে থাকে বা মুভ করতে থাকে। যার কারণে দুইটা অংশের মধ্যে কোন প্রকার ফ্রিকশন হয় না এবং ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায়। যার ফলে পার্টসগুলির লাইফ টাইম বেড়ে যায় এবং স্মুথ অপারেশন হয়। এই অয়েল ফিল্ম খুব গুরুত্বপূর্ণ সিস্টেম।

যখন পর্যাপ্ত পরিমাণে লুব অয়েল সাপ্লাই হয় না তখন অয়েল ফিল্ম তৈরিতে বাধাগ্রস্থ হয় এবং মুভিং পার্টস নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

পিস্টন যখন উপর নিচে উঠানামা করে তখন পিস্টন রিং ও লাইনার ওয়ালের মধ্যে একটা অয়েল ফিল্ম তৈরি হয় যার কারণে লাইনারের সাথে পিস্টন রিং কোন ঘর্ষণ হয় না এবং লাইনার ও পিস্টন রিং দীর্ঘদিন লাইফটাইম পায়।

এভাবে অয়েল ফিল্ম ইঞ্জিনের মুভিং পার্টসকে বিশেষ প্রটেকশন প্রদান করে এবং গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

Oil Film
ছবিঃ অয়েল ফিল্ম 

সকল বিষয়ে আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now

إرسال تعليق

أحدث أقدم