ইঞ্জিনের অয়েল সীলঃ
একটি অংশ ও একটি স্থির অংশের মধ্য দিয়ে উচ্চ চাপ ও তাপমাত্রায় লুব্রিকেটিং অয়েল এর লিকেজ প্রতিহত করতে অয়েল সীল ব্যবহৃত হয়।
রাবার ও নিওপ্রেন অয়েল সীল মেটারিয়ালস হিসেবে ব্যবহৃত হয়।
অয়েল সীলের গুণাবলীঃ
- উচ্চ চাপ ও তাপমাত্রার ফ্লুইড কে বাধা দেয়ার ক্ষমতা থাকতে হবে
- গ্রিজ, তেল ও পানি দ্বারা কোন প্রকার ক্ষতিগ্রস্থ হবে না
- উচ্চ স্থিতিস্থাপক ও সংকোচনশীল গুন থাকতে হবে
- এর আকার আপনা আপনি হ্রাস পাবে না।
ইঞ্জিনের অয়েল প্রেসারের ফ্যাক্টর সমূহঃ
১. লুব্রিকেটিং অয়েল এর ভিসকোসিটি
২. পাম্পের প্রেসার
৩. বিয়ারিং টাইট নেস
৪. অয়েল প্রেসার গেজ
৫. অয়েল প্রেসার রিলিফ ভালভ
৬. ময়লা জমা হওয়ার পরিমান।
দক্ষতার সাথে ইঞ্জিন থেকে কাজ পাওয়ার জন্য অয়েল প্রেসার সন্তোষজনক পর্যায়ে থাকা জরুরি।
অয়েল প্রেসার কম হওয়ার কারণঃ
- রিলিফ ভালভ স্প্রিং দুর্বল
- অয়েল লাইন কাজের অনুপযোগী
- বিয়ারিং ক্ষয় হওয়ার কারণে অয়েল ক্লিয়ারেন্স বৃদ্ধি
- অত্যান্ত কম ভিসকোসিটি এর অয়েল এর ব্যবহার
- ত্রুটিযুক্ত অয়েল প্রেসার ইন্ডিকেটর
অয়েল প্রেসার বেশি হওয়ার কারণঃ
- রিলিফ ভালভ আটকে যাওয়া
- ভালভ স্প্রিং টেনশন অত্যান্ত কম
- অয়েল লাইন আটকে যাওয়া
- লুব্রিকেটিং অয়েল এর ভিসকোসিটি অত্যান্ত বেশি
- ত্রুটিযুক্ত অয়েল প্রেসার ইন্ডিকেটর।
লুব্রিকেটিং সিস্টেমের ত্রুটিঃ
১.অনা অভ্যান্তরীণ অয়েল লিকঃ
- ভালভ কভার বা ফুয়েল পাম্প গাসকেট নষ্ট
- টাইমিং গিয়ার কভার ঢিলা
- অয়েল পাম্প গাসকেট বা ড্রেন প্লাগ নষ্ট
- ফ্রন্ট অথবা রেয়ার মেইন বিয়ারিং অয়েল সীল নষ্ট
- ক্রাঙকেজ আউটলেট ভেন্ট বন্ধ, ব্যাক প্রেসারে অয়েল ব্রিদার টিউব দিয়ে অয়েল লিক
২. অভ্যান্তরীণ অয়েল লিকঃ
- পজেটিভ ক্রাঙকেজ ভেন্টিলেশন ভালভ ত্রুটিযুক্ত
৩. ভালভ গাইড দিয়ে অয়েল লিকঃ
- ভালভ স্টেম ও গাইডের ভেতরে ক্লিয়ারেন্স বেশি
- ভালভ স্টেম অয়েল সীল ত্রুটিযুক্ত
- কম্বাশন চেম্বারে অয়েল দহন
৪. মেইন বিয়ারিং শব্দ করেঃ
- অপর্যাপ্ত তেল সরবরাহ
- ওয়েল প্রেসার কম
- অয়েল পাতলা
- বিয়ারিং ক্লিয়ারেন্স বেশি হয়ে গেছে
- ক্রাঙ্কসফট এর অতিরিক্ত এন্ড প্লে
- মেইন বিয়ারিং জার্নাল গুলো ক্ষয় হয়েছে
- ফ্লাই হুইল বা টর্ক কনভার্টার ঢিলা
৫. কানেকটিং রড শব্দ করেঃ
- অপর্যাপ্ত তেল সরবরাহ
- ওয়েল প্রেসার কম
- অয়েল পাতলা
- বিয়ারিং ক্লিয়ারেন্স বেশি হয়ে গেছে
- কানেকটিং রড এর জার্নাল সমূহ আউট অব রাউন্ড
- কানেকটিং রড বেঁকে গেছে
৬. ভালভ শব্দ করেঃ
- অয়েল লেভেল কম
- অয়েল প্রেসার কম বা লো
- অয়েল পাতলা
- ভালভ টাপেট সমূহ ময়লা
- পুশ রড বেঁকে গেছে
- রকার আর্ম সমূহ ক্ষয় হয়ে গেছে
- টাপেট সমূহ ক্ষয় হয়ে গেছে
- ভালভ গাইড সমূহ ক্ষয় হয়ে গেছে
- ভালভ ফেস ও ভালভ সীট সমূহ রান আউট অত্যাধিক।
লুব্রিকেটিং সিস্টেমের কাজ সমূহঃ
১. ইঞ্জিনের ঘূর্ণায়মান অংশের ঘর্ষণ কমায়
২. ঘূর্ণায়মান অংশের ক্ষয় কমায়
৩. শীতলীকরণ মাধ্যম হিসেবে কাজ করে
৪. ঘুরন্ত অংশ হতে ময়লা পরিষ্কার করে।
Image: oil seal |