কিভাবে Rms Room (EVC) meter ব্যবহার করে গ্যাস খরচ কমানো যায়

RMS room EVC মিটার ব্যবহারের সুবিধাঃ

RMS রুমের গ্যাস প্রেসার কম হলে Gas consumption বেশি আসবে নাকি গ্যাস প্রেসার বেশি হলে gas consumption বেশি আসবে? RMS রুমের প্রেসার রেগুলেটর  ভালব এর ইনলেট নাকি আউটলেট প্রেসার তা উল্ল্যেখ নাই। যদি RMS রুমের আউটলেট প্রেসার তিতাস এর সাথে agreement (approval) এর থেকে বেশি pressure continue use করা হয়, তাহলে Gas consumption কম হবে, এতে user লাভবান হবেন।


EVC Meter
Image: EVC Meter


আর যদি কম pressure use করা হয়, তাহলে user এর loss হবে Gas consumption বেশি হবে। এখানে correction factor একটা বিষয় থাকে, আপনার তিতাস কর্তৃক অনুমোদিত প্রেসার যতো বেশি হবে correction factor সে হিসাবে বেশি হবে। প্রেসার যতো কম হবে correction factor সে হিসাবে কম হবে। উদাহরন: PRV outlet pressure 15 হলে correction factor 2.0183. 10 হলে correction factor 1.6789 এবং 5 হলে correction factor 1.3394.


এখন কোন গ্রাহক যদি তিতাস কর্তৃক অনুমোদিত প্রেসারের থেকে বেশি প্রেসার ব্যবহার করে, তাহলে সেতো অনুমোদিত কারেকশন ফ্যাক্টর দিয়েই গুন দিচ্ছে। আবার যদি কেউ কম প্রেসার ব্যবহার করে সেও তো অনুমোদিত কারেকশন ফ্যাক্টর দিয়েই গুন দিচ্ছে, কারেকশন ফ্যাক্টর বাড়াতে ও কমাতে পারছেনা।   যদি ইভিসি (EVC) মিটার ইন্সটল করেন তাহলে প্রেশার যাই থাকুক Consume ঠিক থাকবে (C.F Auto calculate করে)। এতে খুব ভালো ফলাফল পাওয়া যাই (প্রমানিত)। Analog মিটার হলে C.F Auto থাকে না যার কারনে রিডিং / Consume বেশি দেখাই।

EVC Meter connection
EVC Meter connection 

আরও আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now


Post a Comment

Previous Post Next Post