পানির TDS ও PH কি? কিভাবে পানির TDS টেস্ট করা হয়

TDS ও PH কি? সফট ওয়াটার কি? 

পানির TDS, pH ও সফটনার সম্পর্কে বিস্তারিত জনার আগে আমাদের জানতে হবে
পানির TDS ও PH কি? TDS ও PH এর মান কত হলে ভালো? কি ভাবে কি উপায়ে মান সঠিক রাখতে হয়। সফট ওয়াটার কি? 

TDS: 

টি.ডি.এস (Total dissolved solid) হলো পানিতে দ্রবীভূত যে সকল কঠিন পদার্থ। সাধারণত পানিতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম সহ অন্যন্য ন্যাচারাল উপাদান দ্রবীভুত থাকে। এ গুলোকেই একত্রে TDS (টি.ডি.এস) বলে। টি.ডি.এস মিটার দিয়ে এর মান নির্নয় করা হয়। টি.ডি.এস এর একক হলো ppm (parts per million) অর্থাৎ সহজ ভাষায় mg/ltr.

টি.ডি.এস এর মান ১০০০ থেকে ১৮০০ রাখতে হয়।

কিভাবে TDS এর মান কমাতে বা বাড়াতে হয়? 

TDS (টি.ডি.এস) এর মান কমাতে বায়োফ্লক এর পানি ১০% পরিবর্তন করতে হবে। এরপর TDS (টি.ডি.এস) মিটার দিয়ে মান চেক করতে হবে।

TDS এর মান বাড়াতে আয়োডিন বিহীন লবন ব্যবহার করুন। প্রতি লিটার পানির জন্য ০.৫-১ gm লবন ব্যবহার করতে পারেন।


pH: 

pH হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। পি.এইচ দ্বারা মূলত হাইড্রজেন আয়নের ঘনত্ব বোঝায়। ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পি.এইচ ৭ যাকে পি.এইচ স্কেলের নিরপেক্ষ মান। তবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার্য পানির পিএইচ এর মান ৭/৯।

সফটনার কি এবং কেন করা হয়?

সফটনার ট্যাংক বা ওয়াটার সফটনার ট্যাংক হলো পানি বিশুদ্ধ এবং পরিস্কার করে রাখার একটি ট্যাংক।

ওয়াটার সফটনার হলঃ

এক ধরনের পানির পাত্র বা কেন্দ্র যাতে জল শক্তিকে কমাতে এবং নরম করে তুলতে পারে। এ কাজ করার জন্য পানির মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন মুছে ফেলার জন্য সোডিয়াম বিনিময় রেজিন ব্যবহার করা হয়। এটি মূলত পানির কঠোরতা হ্রাস করে এবং কিছু অপদ্রব্য পরিস্কার বা আলাদা করে।


কেন সফটনার করা হয়ঃ

শক্ত পানিতে প্রচুর ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন থাকে এবং তারা স্কেল জমার এবং ধাতু ক্ষয় এর মূল উপাদান। যদি আমরা দীর্ঘদিন ধরে কঠিন পানি ব্যাবহার করি, তাহলে আমাদের যে কোন প্লান্টের জন্য এটি বড় সমস্যা সৃষ্টি করবে, তাই আমাদের পানিকে সফ্ট করার জন্য সফটনার ব্যবহার করতে হয়। সফটনারের লবন পানি একটি গুরুত্বপূর্ণ অংশ একে ভ্রোবাইন সলুসন বলা হয়ে থাকে। যা পানিকে পরিষ্কার করতে সাহায্য করে।


উপাদানঃ

1. কাঁচা জল পাম্প

2. কোয়ার্টজ বালি পাথর ফিল্টার

3. সক্রিয় কার্বন রেজিন ফিল্টার

4. জল softener

5. ম্যানুয়াল নিয়ন্ত্রণ ভালভ

6. স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ভালভ

7. ইনলেট জল চাপ গেজ

8. আউটলেট জল চাপ গেজ

9. নিরাপত্তা ফিল্টার

10. উচ্চ চাপ পাম্প

11. RO ঝিল্লি

12. ইনপুট জল চাপ

13. আউটপুট জল চাপ

14. ঘন জল প্রবাহ

15. বিশুদ্ধ পানি প্রবাহ

16. বিশুদ্ধ পানি পরিবাহিতা মনিটর

17. পিসি নিয়ামক

18. নির্দেশক হালকা

19. কন্ট্রোল সুইচ।

TDS meter
image: TDS Test Meter



আরও আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now

2 تعليقات

  1. As a Engineer All powerful & Motivational points discussion this group, thanks admine there Faithful Co-operation.

    ردحذف
أحدث أقدم