বয়লার কি কি কাজ ব্যবহার করা হয়? বয়লারের কম্পনেন্ট সমূহ বিস্তারিত আলোচনা (What are the uses of boilers)

বয়লার কি? বয়লার কি কি কাজ ব্যবহার করা হয়? বয়লারের কম্পনেন্ট সমূহ বিস্তারিত আলোচনা 

বয়লারঃ

বয়লার স্টিলের তৈরি একটি বদ্ধ ভ্যাসেল। এটি প্রেসার কুকারের মতো (উচ্চ চাপে বদ্ধ অবস্থায় থাকা পানিকে উচ্চ তাপমাত্রায় বাষ্পীভূতকরণ), তবে আরও উচ্চ চাপে কাজ করে। এর কাজ হল জ্বালানি বা বিদ্যুৎ বা পারমাণবিক শক্তি থেকে প্রাপ্ত তাপকে তরলে (সাধারণত পানি) স্থানান্তর করা। নির্দিষ্ট চাপে তরলটি উত্তপ্ত হয় অথবা বাষ্পীভূত হয় অথবা বাষ্প আরও উত্তপ্ত হয় অথবা উল্লিখিত একাধিক প্রক্রিয়ার সংমিশ্রণও হতে পারে।

অথাৎ নিরাপত্তার ব্যবস্থা সহ যে সুদৃঢ় আবদ্ধ পাত্রের ভেতর পানি রেখে তাতে তাপ প্রয়োগ করে স্টিম উৎপাদন করা হয় তাকে বয়লার বলা হয়।


যে সব কাজে বয়লার ব্যবহার করা হয়ঃ

বয়লার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমনঃ

আবাসিক বা বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য গরম পানি প্রস্তুত করতে,ষ্টীম ইঞ্জিন বা টারবাইনে শক্তি উৎপাদন করতে,টেক্সটাইল শিল্পে সাইজিং এবং ব্লিচিংয়ের জন্য,বাণিজ্যিকভাবে খাদ্য প্রক্রিয়াকরণে,চিনির কারখানায়, কেমিক্যাল শিল্পে, সুতার মিলে ইত্যাদি।

বয়লারের কম্পনেন্ট সমূহের বর্ণনাঃ

শেলঃ বাঁকানো ষ্টীল প্লেট ব্যবহার করে, রিভেট বা ওয়েল্ডিং এর মাধ্যমে সিলিন্ডার তৈরি করা হয়। সিলিন্ডারের ২পাশে এন্ড প্লেট থাকে।

বার্নারঃ বাতাসের সাথে ফুয়েল মিশ্রিত হয়। ফুয়েল হিসাবে প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়।

কম্বাশন চেম্বার/ফায়ার বক্স/ফার্নেসঃ কম্বাশনের ফলে উৎপন্ন তাপে হিট এক্সচেঞ্জার গরম হতে থাকে।

হিট এক্সচেঞ্জারঃ এর মাধ্যমে বার্নারের সাথে পানির সরাসরি সংযোগ ছাড়াই পানিতে তাপ সরবারহ করা হয়।

সাপ্লাই লাইনঃ এই পাইপগুলোর মাধ্যমে গরম পানি বা ষ্টীম ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলোতে সরবারহ করা হয়।

রিটার্ন লাইনঃ যখন পানি ঠাণ্ডা হয়ে যায় অথবা ষ্টীম ঠাণ্ডা হয়ে পানিতে রূপান্তরিত হয়, তখন রিটার্ন লাইন রিহিটের জন্য তাদের বয়লারে নিয়ে যায়।

গ্রেটঃ এটি ফার্নেসের প্ল্যাটফর্ম, যার উপর ফুয়েল পোড়ানো হয়। এটি কাস্ট আইরনের দণ্ড পৃথক পৃথক করে রেখে প্রস্তুত করা হয়, যেন পর্যাপ্ত বায়ু তাদের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে।

অ্যাঁশ পিটঃ এখানে ছাই জমা হয়। ছাই গুলি আগুনের নিচে রাখা বাক্সে পড়ে।

ওয়াটার লেভেল ইন্ডিকেটরঃ বয়লারের ভিতরে পানির লেভেল নির্দেশ করে।

সেফটি ভাল্বঃ বয়লারের ভিতর ষ্টীমের অতিরিক্ত চাপের কারণে হওয়া বিস্ফোরণ প্রতিরোধ করে। 

সেফটি ভাল্ভ ৪ ধরনের হয়ঃ-

     ‌✅লিভার সেফটি ভাল্ভ

     ✅ডেড ওয়েট সেফটি ভাল্ভ

     ✅হাই ষ্টীম অ্যান্ড লো ওয়াটার সেফটি  ভাল্ভ

     ✅স্প্রিং লোডেড সেফটি ভাল্ভ

প্রেশার গেজঃ বয়লারের ভিতরের ষ্টীমের চাপ পরিমাপ করে। বয়লারে সাধারণত বাউন্ডারি টাইপ প্রেশার গজ ব্যবহার করা হয়।

ফিউসিবল প্লাগঃ বয়লারের পানির স্তর যখন অনিরাপদ সীমাতে চলে যায়, তখন এটি চুল্লীতে আগুন নিভানোর জন্য ব্যবহৃত হয়।

ফিড চেক ভাল্বঃ এটি ১টি নন-রিটার্ন ভাল্ভ। এটি শুধুমাত্র বয়লারের দিকে ফ্লুয়িড প্রবাহিত হতে দেয়। এই ভাল্ভ দিয়ে বয়লারে উচ্চ চাপে পানি সরবারহ করা হয়।

ষ্টীম স্টপ ভাল্বঃ- এটি বয়লারের বাইরে ষ্টীম সরবারহ নিয়ন্ত্রণ করে।

নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এগুলো বয়লারে লাগানো হয়।

Boiler
ছবিঃ বয়লার

সকল বিষয়ে আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now





2 Comments

  1. vaia, তুমি আমার কনটেন্ট চুরি করছ। এমন ক্লেইম করব ত এডসেন্স ই হারাইবা। ০১৭১৯৩৬০৭৩৫

    ReplyDelete
Previous Post Next Post