ABC লাইসেন্স (C) এর জন্য ভাইভা বোর্ডের কমন প্রশ্নোত্তর পর্ব-০২
প্রশ্নঃ-৫১ বাসা বাড়িতে কি ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
উত্তরঃ বাসা বাড়িতে সাধারণত MCB, RCCB সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়ে থাকে।
প্রশ্নঃ-৫২ SP, DP এবং TP কি?
উত্তরঃ
SP = Single Phase
DP =Double Phase
TP=Three Phase
প্ৰশ্নঃ-৫৩ একটি সুইচ বোর্ড সর্বোচ্চ কত ওয়াট হতে পারে এবং এতে কয়টি পয়েন্ট থাকতে পারে?
উত্তরঃ একটি সুইচ বোর্ড সর্বোচ্চ ১,০০০ ওয়াট বা ১০ টি পয়েন্ট থাকতে পারে।
প্রশ্নঃ-৫৪ আর্থিং কাকে বলে?
উত্তরঃ অনাকাঙ্খিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সরঞ্জাম ও মানুষ কে রক্ষা করার জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির মেটাল বা বহিরাবরণ থেকে কারেন্টকে কোন পরিবাহী দ্বারা মাটিতে প্রেরণ করার ব্যবস্থা কে আর্থিং বলে। আর্থিং কে অনেকেই গ্রাউন্ডিং বলে থাকেন। কোন কারণে লাইনে লিকেজ কারেন্ট হলে আর্থিং সেই লিকেজ কারেন্ট কে কোন প্রকার বিপদ না ঘটিয়ে তারের মাধ্যমে সহজে মাটিতে চলে যেতে সাহায্য করে।
প্রশ্নঃ-৫৫ আর্থিং কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ অনাকাংক্ষিত বৈদ্যুতিক দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর্থিং ব্যবহার করা হয়। কোন কারণে লাইনে লিকেজ কারেন্ট হলে আর্থিং সেই লিকেজ কারেন্ট কে কোন প্রকার বিপদ না ঘটিয়ে তারের মাধ্যমে সহজে মাটিতে চলে যেতে সাহায্য করে।
প্রশ্নঃ-৫৬ আর্থিং এর উপাদান কয়টি এবং কি কি?
উত্তরঃ আর্থিং এর উপাদান ৩ টি। যথাঃ
১। আর্থিং ক্যাবল
২। আর্থিং লিড
৩। ইলেকট্রোড
প্রশ্নঃ-৫৭ রড আর্থিং এর রডের সাইজ কত হওয়া উচিত?
উত্তরঃ রড আর্থিং এর রডের সাইজঃ
লোহার রড 16 মিলিমিটার, তামার রড 12.75 মিলিমিটার হওয়া উচিত।
প্রশ্নঃ-৫৮ বাড়ির দেয়াল থেকে আর্থ ইলেকট্রোড এর দূরত্ব কত হওয়া উচিত?
উত্তরঃ বাড়ির দেয়াল থেকে আর্থ ইলেকট্রোড এর দূরত্ব ২ ফুট হওয়া উচিত।
প্রশ্নঃ-৫৯ যে আর্থিং এ সবচেয়ে কম খরচ হয় সেই আর্থিং এর নাম কি?
উত্তরঃ যে আর্থিং এ সবচেয়ে কম খরচ হয় সেই আর্থিং এর নাম- রড আর্থিং।
প্রশ্নঃ-৬০ পাইপ আর্থিং এ পাইপের সাইজ কত?
উত্তরঃ পাইপ আর্থিং এ পাইপের সাইজ ২ মিটার দৈর্ঘ্য, ৩.৮ মিলি ব্যাস হওয়া উচিত।
প্ৰশ্নঃ-৬১ আর্থিং এ লবন ও কয়লা ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ আর্থ রেজিস্ট্যান্স কমানোর জন্য আর্থিং এ লবণ ও কয়লা ব্যবহার করা হয়।
প্ৰশ্নঃ-৬২ আর্থ ইলেকট্রোড মোটামুটি কত প্রকার?
উত্তরঃ আর্থ ইলেকট্রোড মোটামুটি ৫ প্রকার।
প্রশ্নঃ-৬৩ আর্থ প্লেটের সাইজ কত?
উত্তরঃ আর্থ প্লেটের সাইজ ৬০০×৬০০×৩ মিলিমিটার।
প্রশ্নঃ-৬৪ আর্থিং রডের সাইজ কত?
উত্তরঃ আর্থিং রডের সাইজ ২.৫ মিটার দৈর্ঘ্য, ১.৬ মিলি ব্যাস।
প্রশ্নঃ-৬৫ বাসাবাড়িতে আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া উচিত?
উত্তরঃ বাসাবাড়িতে আর্থিং রেজিস্ট্যান্স সর্বোচ্চ ৫ ওহম হওয়া উচিত।
প্রশ্নঃ-৬৬ MCB, MCCB ও RCCB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ
MCB=Miniature Circuit Breaker
MCCB=Moulded Case Circuit Breaker
RCCB =Residual Current Circuit Breaker.
প্রশ্নঃ-৬৭ MCB ও MCCB কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ লাইটিং লোড ও হালকা-পাতলা লোডের জন্য MCB ব্যবহার করা হয়।
এবং হেবি ও ভারী লোডের জন্য MCCB ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-৬৮ MCB, MCCB এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ MCB, MCCB এদের মধ্যে গঠনগত ও ফিচারগত বেশ কিছু পার্থক্য আছে।
MCB হল হালকা গঠনের এবং এটি ম্যাক্সিমাম 6A হতে 63A হয়ে থাকে।
MCCB হল খুবই শক্ত গঠনের এবং এর কিছু
এক্সট্রা ফিচার রয়েছে। যেমনঃ এতে ট্রিপ বাটন আছে, যার সাহায্যে ট্রিপ করানো যায় যদি কোন কারনে লিভার কাজ না করে।
প্রশ্নঃ-৬৯ কয়েকটি ফিউজ এর নাম বল এবং সেটি কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ HRC Fuse: PFI প্যানেল এ ব্যবহার করা হয়। Drop Out Fuse: পোল মাউন্টেড আউটডোর ট্রান্সফরমার প্রটেকশনের জন্য ব্যবহার করা হয়। High Voltage Fuse: হাই ভোল্টেজ ফিউজ ব্যবহার করা হয় ১.৫ কেভি থেকে ১৩৮ কেভি রেটেড ভোল্টেজ পর্যন্ত।
প্রশ্নঃ-৭০ মেগার কি? এটি কি কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ মেগারঃ মেগার হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্র। মেগার এমন একটি যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক বর্তনী, মেশিন, ট্রান্সফর্মার ইত্যাদির ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। মেগারকে একটি হস্ত চালিত জেনারেটর বলা হয় যা 1889 সাল হতে ব্যবহার হয়ে আসছে। তবে 1920 সালের পর থেকে এর ব্যবহার ও জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে।
মেগার এর ব্যবহারঃ
১। ইলেকট্রিক্যাল ক্যাবল এর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেষ্ট করার জন্য মেগার বা মেগা ওহম মিটার ব্যবহার করা হয়।
২। ইলেকট্রিক্যাল মোটর, জেনারেটর, ট্রান্সফরমারের উয়াইন্ডিং, ইনসুলেশন লেভেল পরিমাপ করার জন্য মেগার বা মেগা ওহম মিটার ব্যবহার করা হয়।
৩। ইনসুলেটিং অয়েলের ইনসুলেশন টেষ্ট করার জন্য এটি ব্যবহার করা হয়।
৪। বিভিন্ন প্রকার সার্কিট ব্রেকার টেষ্ট করার জন্য মেগার বা মেগা ওহম মিটার ব্যবহার করা হয়।
৫। এ ছাড়া শর্ট সার্কিট টেষ্ট ও ওপেন সার্কিট টেষ্ট করার জন্য ও মেগার বা মেগা ওহম মিটার ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-৭১ মেগার দিয়ে কমপক্ষে কত রেজিস্ট্যান্স সঠিক মাপ নেওয়া যায়?
উত্তরঃ মেগার দিয়ে কমপক্ষে 1 MQ রেজিস্ট্যান্স সঠিক মাপ নেওয়া যায়।
প্ৰশ্নঃ-৭২ মেগার দিয়ে সর্বনিম্ন কত রেজিস্ট্যান্স মাপা যায়?
উত্তরঃ মেগার দিয়ে সর্বনিম্ন 0.5 MQ রেজিস্ট্যান্স সঠিক ভাবে মাপা যায়।
প্রশ্নঃ-৭৩ ইনসুলেশন রেজিস্ট্যান্স কিভাবে মাপা হয়?
উত্তরঃ ইনসুলেশন রেজিস্ট্যান্স মেগার মিটার দ্বারা মাপা হয়।
প্রশ্নঃ-৭৪ আর্থ রেজিস্ট্যান্স কিভাবে মাপা হয়?
উত্তরঃ মেগার আর্থ টেষ্টারের সাহায্যে অথবা মোটামুটি ভাবে একটি ১০০ ওয়াটের বাতি আর্থ তার লাইনের মধ্যে সংযোগ করার পর যদি উজ্জ্বল ভাবে জ্বলে তাহলে আর্থিং ভাল আছে।
প্রশ্নঃ-৭৫ ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন কত হওয়া উচিত?
উত্তরঃ ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন ১ মেগা
ওহম হওয়া উচিত।
প্রশ্নঃ-৭৬ মেইন সুইচে নিউট্রাল তার কোথায় সংযোগ
দিতে হয়?
উত্তরঃ মেইন সুইচে কোন নিউট্রাল তার সংযোগ দিতে হয় না। মেইন সুইচে সাধারণত ফেইজ তার ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-৭৭ বিভিন্ন প্রকার হোল্ডারের নাম বলুন।
উত্তরঃ বিভিন্ন প্রকার হোল্ডারের নাম নিচে দেওয়া হলঃ
১। পেন্ডেন্ট হোল্ডার
২। মাল্টি পেন্ডেন্ট হোল্ডার
৩। ব্যাটেন হোল্ডার
প্রশ্নঃ-৭৮ এসি এনার্জি মিটার কত প্রকার হয়ে থাকে?
উত্তরঃ এসি এনার্জি মিটার ৪ প্রকার হয়ে থাকে। যথাঃ
১। এনালগ ইলেকট্রিসিটি মিটার (Analog Electricity Meter)
২। ডিজিটাল/ইলেকট্রনিক ইলেকট্রিসিটি মিটার (Digital/Electronic Electricity Meter)
৩। প্রি-পেইড ইলেকট্রিসিটি মিটার (Pre-Paid Electricity Meter)
৪। ট্রান্সপারেন্ট প্লাস্টিক কেস সহ ইলেকট্রিসিটি
মিটার (Electricity Meter With Transparent Plastic Case)
প্রশ্নঃ-৭৯ DPIP Switch/Main Switch কি? এটি কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ এটা প্রদীপ মেইন সুইচ নামে বেশি পরিচিত। পল্লী বিদ্যুৎ লাইনে এটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। এর ভিতর দুইটা কাট-আউট ফিউজ থাকে যার দুইটা টার্মিনাল আছে। ওভার লোড নিয়ন্ত্রন করার জন্য টার্মিনালের দুই পাশে চিকন কপার দিয়ে বাধা থাকে, যা ফিউজ হিসাবে কাজ করে।
প্রশ্নঃ-৮০ হাউজ ওয়্যারিং এ ব্যবহৃত সুইচ বোর্ডের সাইজ কত হয়ে থাকে?
উত্তরঃ হাউজ ওয়্যারিং এ ব্যবহৃত সুইচ বোর্ডের সাইজ নিচে দেওয়া হলঃ
৭৫ × ৭৫ মিমি = (৩”×৩”)
১০০ × ১০০ মিমি = (8" × 8")
১০০ × ১৫০ মিমি = (৪” × ৬”)
১২৫ × ১৭৫ মিমি = (৫” × ৭")
১২৫ × ২০০ মিমি = (৫" × ৮")
২০০ ×২৫০ মিমি = (৮” × ১০”)
২০০ × ৩০০ মিমি = (৮”×১২”)
প্রশ্নঃ-৮১ পাওয়ার স্টেশন ও বড় ধরনের সাবস্টেশনে আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া উচিত?
উত্তরঃ পাওয়ার স্টেশন ও বড় ধরনের সাবস্টেশনে আর্থিং রেজিস্ট্যান্স সর্বোচ্চ ১ ওহম হওয়া উচিত।
প্ৰশ্নঃ-৮২ একাধিক আর্থিং প্যারালালে সংযোগ করলে কি হয়?
উত্তরঃ একাধিক আর্থিং প্যারালালে সংযোগ করলে- আর্থিং রেজিস্ট্যান্স এর মান কমে যায়।
প্রশ্নঃ-৮৩ সারফেস কন্ডুইট ওয়্যারিং কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ সারফেস কন্ডুইট ওয়্যারিং শিল্প-কারখানায় এবং ওয়ার্কশপে ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-৮৪ কভুইট ওয়্যারিং এর সুবিধা লিখ।
উত্তরঃ কন্ডুইট ওয়্যারিং এর সুবিধাগুলো নিচে দেওয়া হল। যথাঃ
১। ক্যাবলে আঘাত লাগার সম্ভাবনা নেই।
২। রক্ষণাবেক্ষণের ঝামেলা কম।
৩। সহজে নষ্ট হয় না।
প্রশ্নঃ-৮৫ মেইন সুইচের আর্থিং তার কোথায় সংযোগ করবেন?
উত্তরঃ মেইন সুইচের আর্থিং তার মেইন সুইচের বড়িতে সংযোগ করতে হয়।
প্ৰশ্নঃ-৮৬ সার্ভিস লাইন এর সর্বনিম্ন তারের সাইজ কত?
উত্তরঃ সার্ভিস লাইন এর সর্বনিম্ন তারের সাইজ ৪.৫ আর এম।
প্রশ্নঃ-৮৭ একাধিক খেই বিশিষ্ট তারে কি জয়েন্ট করা হয়?
উত্তরঃ একাধিক খেই বিশিষ্ট তারে- সিম্পল স্পাইস
জয়েন্ট করা হয়।
প্রশ্নঃ-৮৮ বৈদ্যুতিক ওয়্যারিং কাকে বলে?
উত্তরঃ বিদ্যুৎ সরবরাহ দেওয়ার উদ্দেশ্যে তারের সুশৃংখল সাজানো ব্যবস্থাকে বৈদ্যুতিক ওয়্যারিং বলে।
প্রশ্নঃ-৮৯ মেইন সুইচ সাধারণত কত ভোল্টেজের হয়?
উত্তরঃ মেইন সুইচ সাধারণত ২৫০ এবং ৪০০ ভোল্টেজের হয়।
প্রশ্নঃ-৯০ সুইচ বোর্ড এর অবস্থান মেঝে হতে কত উপরে হওয়া উচিত?
উত্তরঃ সুইচ বোর্ড এর অবস্থান মেঝে হতে- ১.২ হতে ১.৫ মিটার অথবা ৪ থেকে ৫ ফুট হওয়া উচিত।
প্রশ্নঃ-৯১ পাওয়ার লোড এ ব্যবহৃত ক্যাবল এর সাইজ সর্বনিম্ন কত?
উত্তরঃ পাওয়ার লোড এ ব্যবহৃত ক্যাবল এর সাইজ
সর্বনিম্ন ৩/২০।
প্রশ্নঃ-৯২ কন্ডুইট ওয়্যারিং কাকে বলে?
উত্তরঃ লোহা, ইস্পাত বা পিভিসি কন্ডুইট ব্যবহার করে যে ওয়্যারিং করা হয় তাকে কন্ডুইট ওয়্যারিং বলে।
প্ৰশ্নঃ -৯৩. 1×7/0.91 মিমি. দিয়ে কি বুঝানো হয়?
উত্তরঃ 1 কোর 7 খেই এবং প্রত্যেকটা খেই 0.91 মিমি।
প্রশ্নঃ-৯৪ ফিশ ওয়্যারের এর কাজ কি?
উত্তরঃ ফিশ ওয়্যারের এর কাজ হল- পাইপের মধ্যে দিয়ে তার টানার কাজ করা।
প্রশ্নঃ-৯৫ শিল্প ক্ষেত্রে কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়?
উত্তরঃ শিল্প ক্ষেত্রে সারফেস কন্ডুইট ওয়্যারিং ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-৯৬ লাইটিং সার্কিট এ কত এম্পিয়ার লোডের জন্য একটি সাব সার্কিট ধরা হয়?
উত্তরঃ লাইটিং সার্কিট এ 800W বা 5 amp এবং 10 টি পয়েন্টের জন্য একটি সাব সার্কিট ধরা হয়।
প্রশ্নঃ-৯৭ জয়েন্ট কি?
উত্তরঃ দুই বা ততোধিক তার বা কন্ডাক্টরকে নির্দিষ্ট নিয়মে পেঁচানোকে জয়েন্ট বলে।
প্ৰশ্নঃ-৯৮ ওয়্যারিং এ ব্যবহৃত কয়েকটি জয়েনিং এর নাম লিখ?
উত্তরঃ ওয়্যারিং এ ব্যবহৃত কয়েকটি জয়েনিং এর নাম নিচে দেওয়া হল। যথাঃ
১৷ পিগটেইল জয়েন্ট
২। ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট
৩। বিটেনিয়া জয়েন্ট
৪। ম্যারিড জয়েন্ট।
প্ৰশ্নঃ-৯৯ ইলেকট্রিক্যাল জয়েন্ট কাকে বলে?
উত্তরঃ ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত তার, ক্যাবল, পরিবাহী ইত্যাদি সংযোগ দেওয়া কে ইলেকট্রিক্যাল জয়েন্ট বলে।
প্রশ্নঃ-১০০ বিদ্যুৎ তারের জয়েন্ট কত প্রকার ও কি কি?
উত্তরঃ বিদ্যুৎ তারের জয়েন্ট ১২ প্রকার। যথাঃ
১। পিগ টেইল জয়েন্ট
২। বেল হ্যাঙ্গার জয়েন্ট
৩। ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট
৪। টার্নব্যাক জয়েন্ট
৫। ব্রিটানিয়া জয়েন্ট
৬। স্ক্রপ্ট জয়েন্ট
৭। দুপলেক্স জয়েন্ট
৮। সাধারন টেপ জয়েন্ট
৯। নট টেপ জয়েন্ট
১০। মোচরানো টেপ জয়েন্ট
১১। বাট স্লীপ জয়েন্ট
১২। টেপ স্লীপ জয়েন্ট।
Image: ABC লাইসেন্স ভাইভা প্রশ্নোত্তর |
C licences-এর তৃতীয় পর্ব কই?
ReplyDelete