ABC লাইসেন্স (A) এর জন্য ভাইভা প্রস্তুতি পর্ব-০১

ABC লাইসেন্স (A) এর জন্য ভাইভা বোর্ডের কমন প্রশ্নোত্তর পর্ব-১

প্রশ্নঃ - ০১ সাবস্টেশন কি?

উত্তরঃ এক কথায় বলতে গেলে- সাবস্টেশন হচ্ছে
পাওয়ার সিস্টেমের একটি অংশ যা বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ, সঞ্চালন, বিতরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা।

আরেকটু ক্লিয়ার করে বললেঃ

সাবস্টেশন হলো জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম এর একটি অংশ। এছাড়াও সাবস্টেশন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, কনভার্টিং অর্থাৎ এসি থেকে ডিসি এবং ডিসি থেকে এসি তে রূপান্তর করতে সাহায্য করে। এছাড়াও উচ্চ চাপ এর ভোল্টেজ গ্রহণ করে ট্রান্সফারের মাধ্যমে নিম্নচাপে রূপান্তর করার পর একাধিক ফিডার এর মাধ্যমে গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

প্রশ্নঃ - ০২ ১১ কেভি সাবস্টেশনে কি কি ইকুপমেন্ট থাকে?

উত্তরঃ ১১ কেভি সাবস্টেশনে সাধারণত নিম্নোক্ত
ইকুপমেন্ট গুলো থাকে। যথাঃ
১। ট্রান্সফরমার
২। LT সুইচগিয়ার
৩। HT সুইচগিয়ার
৪। PFI প্লান্ট

প্রশ্নঃ - ০৩ সাবস্টেশন কি কাজ করে?

উত্তরঃ সাবস্টেশন হাই ভোল্টেজ এবং High-Frequency কে কন্ট্রোল করার পর, পাওয়ার স্টেশন থেকে সেই বিদ্যুৎ কে বিভিন্ন কাজে ব্যবহার উপযোগী করে ডিস্ট্রিবিউশন করায় সাবস্টেশনের এর কাজ।

প্রশ্নঃ - ০৪ সাবস্টেশনের ভিতরে কি কি থাকে?

উত্তরঃ সাবস্টেশনের ভিতরে নিম্নোক্ত ইকুপমেন্ট গুলো থাকে। যথাঃ
১। আইসোলেটর
২। বাসবার
৩। লাইটনিং অ্যারেস্টার
৪। স্টেপ আপ ট্রান্সফরমার
৫। স্টেপ ডাউন ট্রান্সফরমার
৬। সার্কিট ব্রেকার (অয়েল সার্কিট ব্রেকার,
ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকার)
৭। ফিডার
৮। এনার্জি মিটার
৯। কারেন্ট ট্রান্সফরমার (CT)
১০৷ পটেনশিয়াল ট্রান্সফরমার (PT) ইত্যাদি।

প্রশ্নঃ ০৫ সাবস্টেশন রূমে কি কি ইকুপমেন্ট লাগাতে হয়?

উত্তরঃ সাবস্টেশন রুমে সাধারণত নিম্নোক্ত ইকুপমেন্ট গুলো লাগানো হয়ে থাকে। যথাঃ
১। বাসবার
২। সার্কিট ব্রেকার
৩। লাইটনিং অ্যারেস্টার
৪। আইসোলেটর
৫। ট্রান্সফরমার
৬। ইন্সট্রুমেন্ট ট্রাসফরমার
৭। ইনসুলেটর
৮। কন্ট্রোল প্যানেল
৯। আর্থিং সিস্টেম
১০। আগুন নেভানোর যন্ত্র
১১। সার্জ অ্যাবজরবার
১২। ক্যাবল ইত্যাদি উল্লেখযোগ্য ।

প্ৰশ্নঃ - ০৬ সাবস্টেশনে আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া উচিত?

উত্তরঃ সাবস্টেশনে আর্থিং রেজিস্ট্যান্স সর্বোচ্চ ১ ওহম এর বেশি হওয়া উচিত নয়।

প্রশ্নঃ - ০৭  প্রাইম মুভার কাকে বলে?

উত্তরঃ যে যন্ত্র বা মেশিনের সাহায্যে এসি জেনারেটরের শ্যাফটকে ঘোরানো হয় তাকে প্রাইম মুভার বলে।


প্রশ্নঃ - ০৮ এসি জেনারেটরের ইফিসিয়েন্সি বলতে কি বুঝ?

উত্তরঃ এসি জেনারেটরের ইফিসিয়েন্সি বলতে এর
উৎপাদিত শক্তি ও গৃহীত শক্তির অনুপাত কে বুঝায়।


প্রশ্নঃ - ০৯ সাবস্টেশন লাইনে CT এবং PT কিভাবে কানেকশন করতে হয়?

উত্তরঃ সাবস্টেশন লাইনে CT এবং PT নিম্নোক্ত ভাবে
কানেকশন করতে হয়। যথাঃ

সাবস্টেশনে লাইনে CT সিরিজে কানেকশন দেওয়া হয়।
সাবস্টেশনে লাইনে PT = প্যারালালে কানেকশন দেওয়া হয়।

প্রশ্নঃ- ১০ সাবস্টেশনে কিভাবে লোড বের করতে হয়?

উত্তরঃ ট্রান্সফরমারের রেটিং এর ৮০% হিসাব ধরে
সাবস্টেশনের লোড বের করতে হয়।

প্রশ্নঃ - ১১ সাবস্টেশনে LT এবং HT সাইড কোন অংশ কে কি বলা হয়?

উত্তরঃ 33 কেভি থেকে 11 কেভি পর্যন্ত ট্রান্সমিশন
লাইন কে বলা হয় HT সাইড।
এবং 11 কেভি থেকে 0.4 কেভি (400 ভোল্ট) পর্যন্ত ট্রান্সমিশন লাইন কে বলা হয় LT সাইড।


প্ৰশ্নঃ - ১২ কারেন্ট ট্রান্সফরমার (CT) কত প্রকার ও কি কি?

উত্তরঃ কারেন্ট ট্রান্সফরমার ৩ প্রকার। যথাঃ
1. Wound Current Transformer
2. Toroidal Current Transformer
3. Bar-Type Current Transformer


প্রশ্নঃ - ১৩ CT 5P 20 30VA রেটিং বলতে কি বুঝায়?

উত্তরঃ
5 = % of Error
P = Preotection Class
20 = Multiply by 20 Line Current
30 VA = Barden of Circuit Breaker


প্রশ্নঃ - ১৪ CT এবং PT কোন ধরনের ট্রান্সফরমার?

উত্তরঃ CT এবং PT হচ্ছে ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার।


১৫। CT এবং PT এর মধ্যে প্রার্থক্য কি?

উত্তরঃ CT এবং PT এর মধ্যে প্রার্থক্য নিচে দেওয়া
হল। যথাঃ
CT হাই কারেন্ট পরিমাপ করে এবং লাইন কে অনাকাঙ্ক্ষিত কারেন্ট থেকে রক্ষা করে।

PT হাই ভোল্টেজ পরিমাপ করে এবং লাইন কে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ থেকে রক্ষা করে।

প্রশ্নঃ ১৬ CT এবং PT তে কোন ধরনের রিলে ব্যবহার করা হয়?

উত্তরঃ CT এবং PT তে নিম্নোক্ত ধরনের রিলে ব্যবহার
করা হয়। যথাঃ
1. IDMT Relay
2. Deferential Relay
3. Derectional Relay


প্রশ্নঃ - ১৭ LBS কি? LBS কোথায় ব্যবহার করা হয়?

উত্তরঃ LBS এর পূর্ণ রুপ হল লোড ব্রেক সুইচ (Load
Break Switch)। এটি মূলত একটি সুইচিং ডিভাইস। ট্রান্সফরমারের ইনকামিং বা প্রাইমারি সাইডে 11,000 হাজার ভোল্ট বা HT লাইনকে সুইচিং করার জন্য LBS ব্যবহার করা হয়।
সাধারণত ট্রান্সফরমার 500 KVA এর নিচে হলে লোড ব্রেক সুইচ (LBS) ব্যবহার করা হয়। আর 500 KVA এর উপরে হলে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার (VCB) ব্যবহার করা হয়।

প্রশ্নঃ - ১৮ LT সাবস্টেশন এ কি কি মালামাল থাকে?

উত্তরঃ LT সাবস্টেশন সাধারণত-
LBS,Transformer, IT Panel, PFI Panel,Earthing Busbar ইত্যাদি ইকুইপমেন্ট গুলো থাকে ।

প্রশ্নঃ ১৯ সুইচগিয়ার কি? সুইচগিয়ারের কি কি উপাদান থাকে?

উত্তরঃ এক কথায় বলতে গেলে- সুইচগিয়ার হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি, যা বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং, কন্ট্রোলিং এবং রক্ষা করে থাকে।

আরেকটু ক্লিয়ার করে বললেঃ

বৈদ্যুতিক সিস্টেমের স্বাভাবিক ও অস্বাভাবিক কার্যকলাপের সংযোগকারী, বিচ্ছিন্নকারী, রক্ষণাবেক্ষণকারী, নিয়ন্ত্রনকারী, পাঠদানকারী ও
ভারসাম্য রক্ষাকারী যন্ত্রপাতি একত্রে অবস্থানকে সুইচগিয়ার বলে।
সুইচগিয়ারের মূল উপাদান সুইচ, ফিউজ, সার্কিট ব্রেকার,আইসোলেটর,রিলে,কন্ট্রোল প্যানেল,আর্থিং সুইচ, বাসবার, লাইটিং অ্যারেস্টার, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার ও ট্রিপিং মেকানিজম ইত্যাদি।


প্রশ্নঃ – ২০ সুইচগিয়ার কত প্রকার ও কি কি?

উত্তরঃ ভোল্টেজ অনুযায়ী সুইচগিয়ার ২ প্রকার। যথা-
১। LT সুইচগিয়ার
২। HT সুইচগিয়ার

প্রশ্নঃ– ২১ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উত্তরঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য VCB সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।


প্ৰশ্নঃ- ২২ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উত্তরঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য LBS সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।


২৩। LBS, VCB, MCB, MCCB, ACB কি?

উত্তরঃ
LBS=Load Break Switch
VCB= Vacuum Circuit Breaker
MCB=Miniature Circuit Breaker
MCCB Breaker= Moulded Case Circuit
ACB = Air Circuit Breaker


প্রশ্নঃ - ২৪ LT এবং HT সুইচগিয়ার বলতে কি বুঝ?

উত্তরঃ LT সুইচগিয়ারঃ সাবস্টেশনের লো-সাইডের
বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং, কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে LT সুইচগিয়ার বলে।

HT সুইচগিয়ারঃ সাবস্টেশনের হাই-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং, কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে HT সুইচগিয়ার বলে।

প্রশ্নঃ- ২৫ কি ধরনের সার্কিট ব্রেকার LT এবং HT সুইচগিয়ারে ব্যবহার করা হয়?

উত্তরঃ LT সুইচগিয়ার এ ব্যবহার করা হয়ঃ

MCB, MCCB, ACB সার্কিট ব্রেকার।

HT সুইচগিয়ার এ ব্যবহার করা হয়ঃ

VCB সার্কিট ব্রেকার।

প্রশ্নঃ- ২৬ LT এবং HT সাইডের মেইন কাজ কি?

উত্তরঃ LT সুইচগিয়ারঃ মূলত লোড কে কন্ট্রোল করে
অথবা রক্ষা করে।

HTসুইচগিয়ারঃ মূলত ট্রান্সফরমার কে সাট-ডাউন করানো।


প্রশ্নঃ- ২৭ সার্কিট ব্রেকার কি?

উত্তরঃ সার্কিট ব্রেকার হচ্ছে এক ধরনের সুইচিং
ডিভাইস, যা দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে সাপ্লাই এর সাথে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা যায়। তবে সার্কিট ব্রেকারের সবচেয়ে বড় কাজ হল, যখন অতিরিক্ত কারেন্ট বা ত্রুটিপূর্ন কারেন্ট লাইনে প্রবাহিত হয়, তা থেকে সার্কিটকে অটোমেটিক রক্ষা করা।


প্রশ্নঃ- ২৮ কি ধরনের সার্কিট ব্রেকার সাবস্টেশনে ব্যবহার করা হয়?

উত্তরঃ সাবস্টেশনে MCB, MCCB, ACB, VCB সার্কিট
ব্রেকার ব্যবহার করা হয়ে থাকে।


প্রশ্নঃ- ২৯ PFI কি?

উত্তরঃ PFI হচ্ছে- পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট যা
পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট করে থাকে।


প্রশ্নঃ- ৩০ PFI কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ PFI ব্যবহার করার কারন হল- আমাদের
ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ এবং কারেন্ট এর কারনে একটি ফেজ এঙ্গেল সৃষ্টি হয় যা লস হিসাবে ধরা হয়। এই লস কে কমানোর জন্য পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট ব্যবহার করা হয়।


প্রশ্নঃ- ৩১ PFI রেটিং কিভাবে নিতে হয়?

উত্তরঃ PFI এর রেটিং ট্রান্সফরমারের রেটিং এর ৬০%
হিসাবে নিতে হয়।


প্রশ্নঃ- ৩২ PFI স্টেপ কিভাবে সিলেকশন করতে হয়?

উত্তরঃ PFI স্টেপ নিম্নোক্ত ভাবে সিলেকশন করতে
হয়ঃ
ট্রান্সফরমারের রেটিং যদি ১০০ কেভি থেকে ২৫০ কেভি পর্যন্ত হয় তাহলে ৬ স্টেপের ১টা ট্রান্সফরমারের রেটিং যদি ৩১৫ কেভি থেকে ২,০০০ কেভি পর্যন্ত হয় তাহলে ১২ স্টেপের ১টা।
ট্রান্সফরমারের রেটিং যদি ২,৫০০ কেভি থেকে ৪,০০০ কেভি পর্যন্ত হয় তাহলে ১২ স্টেপের ২টা।


প্রশ্নঃ- ৩৩ জেনারেশন পাওয়ার এবং ডিস্ট্রিবিউশন পাওয়ারের রেটিং দেখাও?

উত্তরঃ জেনারেশন পাওয়ার এর রেটিং হলঃ
১১ কেভি,৩৩ কেভি,১৩২ কেভি,২৩০ কেভি,৪০০ কেভি।

ডিস্ট্রিবিউশন পাওয়ার এর রেটিং হলঃ
৪০০ কেভি,২৩০ কেভি,১৩২ কেভি,৩৩ কেভি,১১ কেভি।


প্রশ্নঃ- ৩৪ কেন ডিস্ট্রিবিউশন লাইনে ৪,০০০ কেভির বেশি ট্রান্সফরমার ব্যবহার করা হয় না?

উত্তরঃ কারন ৪,০০০ কেভি এর উপরের ট্রান্সফরমারের জন্য সার্কিট ব্রেকার নেই তাই ডিস্ট্রিবিউশন লাইনে ৪,০০০ কেভির বেশি ট্রান্সফরমার ব্যবহার করা হয় না।


প্ৰশ্নঃ- ৩৫ ট্রান্সফারমার কাকে বলে? কত প্রকার ও কি কি?

উত্তরঃ ট্রান্সফর্মার (Transformer) একটি স্থির যন্ত্র
বিশেষ যার সাহায্যে ফ্রিকুয়েন্সি স্থির রেখে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনের মাধ্যমে এসি (AC) সাপ্লাই এর ভোল্টেজ (V) কমিয়ে এবং বৃদ্ধি করে ব্যবহার করা যায়।
ব্যবহার অনুসারে ট্রান্সফর্মার দুই প্রকার। যথাঃ
১। পাওয়ার
ট্রান্সফরমার (Power Transformer)
২। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার (Distribution
Transformers)

ব্যবহারের ধরন অনুযায়ী ট্রান্সফর্মার দুই প্রকার।

যথাঃ
১। ইনডোর ট্রান্সফরমার (Indoor
Transformer)
২। আউটডের ট্রান্সফরমার
(Outdoor Transformer)

ইলেকট্রিক সাপ্লাই অনুসারে ট্রান্সফর্মার দুই প্রকার। যথাঃ

১। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার (Single Phase
Pransformer)
২। থ্রি ফেজ ট্রান্সফরমার (Three Phase
Transformer)

ভোল্টেজ অনুসারে ট্রান্সফর্মার তিন প্রকার।

২। স্টেপ ডাউন ট্রান্সফরমার (Step Down
Transformer)
৩। আইসোলেশন ট্রান্সফরমার (Isolation
Transformer)

কোর মিডিয়াম অনুসারে ট্রান্সফর্মার হল তিন প্রকার। যথাঃ

১। এয়ার কোর ট্রান্সফরমার (Air Core
Transformer)
২। আয়রন কোর ট্রান্সফরমার (Iron Core
Transformer)
৩। ফেরাইট কোর ট্রান্সফরমার (Ferrite Core
Transformer)

প্ৰশ্নঃ- ৩৬ ট্রান্সফরমার কিভাবে কাজ করে?

উত্তরঃ ট্রান্সফরমার এর প্রাইমারি সাইডে এক প্রকারের ভোল্টেজ গ্রহন করে এবং সেকেন্ডারি সাইডে অন্য ভোল্টেজ ডেলিভারি করে। এই কারনেই ট্রান্সফরমার বেশি দূরত্বে বিদ্যুৎ শক্তি স্তানান্তর করতে পারে। এই প্রক্রিয়ার ফলে মিউচুয়াল ইন্ডাকশন তৈরি হয় প্রাইমারী এবং সেকেন্ডারী ওয়্যাইন্ডিং এ এবং এই ওয়্যাইন্ডিং কয়েল হিসেবে পরিচিত এবং এই মিউচুয়াল ইন্ডাকশনের নীতি মেনে ট্রান্সফরমার কাজ করে যা ট্রান্সফরমারকে এক সার্কিট থেকে আরেক সার্কিটে এনার্জি প্রবাহিত করতে সাহায্য করে। সাধারণত ট্রান্সফরমারের প্রাইমারী কয়েলে ভোল্টেজ গ্রহন করে এবং অলটারনেটিং কারেন্ট
কয়েলে সর্বদাই পরিবর্তন হতে থাকে এবং অল্টারনেটিং ফ্লাক্স প্রাইমারী ওয়াইন্ডিং এ তৈরি হয়। তখন সেকেন্ডারী কয়েল যা প্রাইমারী কয়েলের নিকটবর্তী থাকায় এই ফ্লাক্স সংগ্রহ করে। এই ফ্লাক্সটি সর্বদাই পরিবর্তন হতে থাকে এবং সেকেন্ডারী কয়েলে EMF তৈরি করে যা ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সূত্র অনুসারে সংগঠিত হয়। যদি সেকেন্ডারী সার্কিট বন্ধ হয় তাহলে কারেন্ট প্রবাহিত হবে এবং এটিই ট্রান্সফরমারের বেসিক কাজ।

প্ৰশ্নঃ- ৩৭ ট্রান্সফরমার এর প্রধান অংশ গুলো কি কি?

উত্তরঃ ট্রান্সফর্মার মূলত তিনটি অংশ নিয়ে গঠিত।
১। প্রাইমারি কয়েল/ওয়াইন্ডিং
২। সেকেন্ডারী কয়েল/ওয়াইন্ডিং এবং
৩। ম্যাগনেটিক কোর

প্রশ্নঃ- ৩৮ স্টেপ আপ ট্রান্সফরমার (Step Up Transformer) কাকে বলে?

উত্তরঃ ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে নিম্নমানের ভোল্টেজ সোর্স দেয়ার পর সেকেন্ডারিতে আমরা যদি উচ্চমানের ভোল্টেজ পেয়ে থাকি তাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বলতে পারি৷

প্রশ্নঃ- ৩৯ স্টেপ ডাউন ট্রান্সফরমার (Step Down Transformer) কাকে বলে?

উত্তরঃ যে ট্রান্সফর্মার কে একটি উচ্চ ভোল্টেজ সাপ্লাই দেয়ার পর সেকেন্ডারি তে আমরা নিম্নমানের ভোল্টেজ পেয়ে থাকি তাকে স্টেপ ডাউন (Step-Down) ট্রান্সফরমার বলা হয়।


প্রশ্নঃ- ৪০ ট্রান্সফরমারের লস সমূহ কি কি?

উত্তরঃ ট্রান্সফরমারের লস সমূহ নিচে দেওয়া হল।
যথাঃ
১। কোর লস
২। কপার লস
৩। এডি কারেন্ট লস
৪। হিস্টেরেসিস লস
৫। প্রাইমারি উয়াইন্ডিং এ কপার লস।
৬। সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কপার লস
ইত্যাদি।

প্রশ্নঃ-৪১ ট্রান্সফরমারের রেশিও কাকে বলে?

উত্তরঃ ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের
ভোল্টেজ, প্যাঁচ সংখ্যা ও কারেন্টের মধ্যে যে সম্পর্ক থাকে, তাকে ট্রান্সফরমেশন রেশিও বলে।

প্ৰশ্নঃ- ৪২ ট্রান্সফরমারের দক্ষতা বলতে কি বোঝায়?

উত্তরঃ ট্রান্সফরমারের আউটপুট ও ইনপুট পাওয়ারের
অনুপাতকেই ট্রান্সফরমারের দক্ষতা বলে।
কোন ঘূর্ণন অংশ না থাকায় অন্যান্য সকল ইলেকট্রিক্যাল মেশিনের চেয়ে ট্রান্সফরমারের দক্ষতা অনেক বেশি প্রায় ৯৫% থেকে ৯৯% পর্যন্ত। কোর লস কপার লস হলে সর্বোচ্চ দক্ষতা হয়।


প্রশ্নঃ- ৪৩ ট্রান্সফরমারের ইনসুলেশন রেজিস্ট্যান্স কত হওয়া উচিত?

উত্তরঃ ট্রান্সফরমারের ইনসুলেশন রেজিস্ট্যান্স ২০০
মেগা ওহম হওয়া উচিত।

প্রশ্নঃ 88  কোন ট্রান্সফরমারে একটি মাত্র কয়েল থাকে?

উত্তঃ অটো ট্রান্সফরমারে একটি মাত্র কয়েল থাকে।


প্রশ্নঃ- ৪৫ 11 কেভিএ ট্রান্সফারমার ইনপুট ও আউটপুটে কি কানেকশন হয়?

উত্তরঃ 11 কেভিএ ট্রান্সফারমারের ইনপুট এ ডেল্টা ও
আউটপুট এ স্টার কানেকশন হয়।

প্রশ্নঃ- ৪৬ ট্রান্সফারমারের রেটিং কেন KW না করে KVA তে করা হয়?

উত্তরঃ ট্রান্সফরমারের মোট লস = কোর লস + কপার
লস। কোর লস নির্ভর করে ভোল্টেজ এর উপর এবং
কপার লস নির্ভর করে কারেন্টের উপর, কিন্তু ট্রান্সফরমারের মোট লস কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী ফেজ কোণের উপর নির্ভর করেনা। kW এর সাথে পাওয়ার ফ্যাক্টর বা কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী ফেজ এঙ্গেল জড়িত কিন্ত kVA এর সাথে পাওয়ার ফ্যাক্টর থাকেনা। এজন্য ট্রান্সফরমারের রেটিং kw এ না লিখে kVA লেখা হয়ে থাকে।


প্রশ্নঃ ৪৭ থ্রি ফেজ ট্রান্সফরমার কে কত ভাবে সংযোগ করা যায়?

উত্তরঃ থ্রি- ফেজ ট্রান্সফরমার কে নিম্নোক্ত ভাবে সংযোগ করা যায়। যথাঃ
১। স্টার - ডেল্টা
২। ডেল্টা – স্টার
৩। স্টার – স্টার
৪। ডেল্টা – ডেল্টা

প্রশ্নঃ ৪৮ 500KVA, 11KV / 0.4 KV HT সাইটের কারেন্ট কত?

উত্তরঃ I = 500 KVA × 1,000/1.732 × 11,000
=25 Amp.

প্রশ্নঃ- ৪৯ ট্রান্সফরমারের ভিতরে যে অয়েল ব্যবহার করা তার নাম কি?

উত্তরঃ ট্রান্সফরমারের ভিতরে যে অয়েল ব্যবহার করা তার নাম- পাইরানল অয়েল।

প্ৰশ্নঃ- ৫০ ট্রান্সফরমারের তেল কিভাবে তৈরি করা হয়?

উত্তরঃ খনিজ তেলকে ট্রিটমেন্ট করে ট্রান্সফরমারের তেল তৈরি করা হয়।

ABC লাইসেন্স ভাইভা প্রস্তুতি পর্ব-০১


Image: ABC লাইসেন্স ভাইভা প্রস্তুতি

ABC লাইসেন্স (A) এর জন্য ভাইভা প্রস্তুতি পর্ব-০২ দেখতে এখানে ক্লিক করুন


সকল বিষয়ে আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now

إرسال تعليق

أحدث أقدم