ABC লাইসেন্স ভাইভা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তরঃ
১। ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান সর্বনিম্ন কত হওয়া উচিত?
উত্তরঃ 50 মেগা ওহম।
২। তারের ইন্সুলেশন গ্রেট কিসের উপর নির্ভরশীল?
উত্তরঃ ভোল্টেজ এর উপর নির্ভরশীল।
৩। ফিশ ওয়্যারের এর কাজ কি?
উত্তরঃ পাইপের মধ্যে তার টানার কাজে ব্যবহার করা হয়।
৪। শিল্প ক্ষেত্রে কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়?
উত্তরঃ সারফেস কন্ডুইট ওয়্যারিং।
৫। হাউজ ওয়ারিং প্রধানত কত প্রকার?
উত্তরঃ ৫ প্রকার।
৬। লাইটিং সার্কিট এ কত এম্পিয়ার লোডের জন্য একটি সাব সার্কিট ধরা হয়?
উত্তরঃ 800w বা 5 amp 10 পয়েন্টের জন্য একটি সার্কিট ধরা হয়।
৭। জয়েন্ট কত প্রকার?
উত্তরঃ প্রধানতো ৬ প্রকার । এছাড়াও আরো কিছু জয়েন্ট আছে।
৮। পাহাড়ি এলাকায় আর্থ রেজিস্ট্যান্স কত হওয়া উচিত?
উত্তরঃ ৮ ওহম।
৯। সমতল ভূমিতে আর্থ রেজিস্ট্যান্স এর মান সর্বোচ্চ কত হওয়া উচিত?
উত্তরঃ ৫ ওহম।
১০। রড আর্থিং এর রডের সাইজ কত হওয়া উচিত ?
উত্তরঃ ইস্পাতের রড 16 মিলিমিটার এবং তামার রড 12.5 মিলিমিটার।
১১। ট্রান্সফরমারের ওয়েল এর কাজ কি?
উত্তরঃ ট্রান্সফর্মার কে শীতলীকরণ এর জন্য এবং ইনসুলেটর হিসেবেও কাজ করে।
১২। ট্রান্সফর্মার ওয়েল এর বাণিজ্যিক নাম কি?
উত্তরঃ পাইরোনাল।
১৩। ব্রিদার কি?
উত্তরঃ ট্রান্সফরমারের শুষ্ক বাতাস প্রবেশের জন্য ব্যবহার করা হয়।
১৪। সিলিকা জেল কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ বাতাস থেকে জলীয়বাষ্প দূরীকরণে ব্যবহার করা হয়।
১৫। এরিয়াল কেবল কি?
উত্তরঃ হালকা ইনসুলেশন এর আবরণযুক্ত তার কে এরিয়াল কেবল বলে। এটি সাধারণত সার্ভিস কানেকশন এবং পল্লী বিদ্যুতে ব্যবহার করা হয়।
১৬। স্টার্টার মোটর স্টার্ট দেওয়া ছাড়া আর কি কি কাজ করে?
উত্তরঃ মোটর কে প্রটেকশান করে।
১৭। মোটর উল্টো ঘুরলে কি করতে হবে?
উত্তরঃ পাশাপাশি দুইটা ফেজ পরিবর্তন করে দিতে হবে।
১৮। কোন মোটর এসি ডিসি উভয় সাপ্লাইয়ের চলে?
উত্তরঃ ইউনিভার্সাল মোটর।
১৯। জাম্পার কি?
উত্তরঃ দুটি কন্টাকটার কে সংযুক্ত করতে জাম্পার ব্যবহার করা হয়।
২০। আর্থিং এর উপাদান গুলো কি কি।
উত্তরঃ আর্থ ইলেকট্রোড , আর্থ লিড, আর্থ কন্টিনিউটি তার।
২১। এডি কারেন্ট লস কাকে বলে?
উত্তরঃ এডি কারেন্টের কারনে চৌম্বক পদার্থে ইলেক্ট্রনগুলো যে গতিশক্তি প্রাপ্ত হয় তা তাপের উদ্ভব ঘটায় যা ট্রান্সফর্মারের সেকেন্ডারী অংশে শক্তি সরবরাহে কোন ভূমিকা পালন করেনা। তাই এই অপ্রয়োজনীয় তাপ উপাদনকারীকে এডি কারেন্ট লস বলে।
২২। ট্রান্সফর্মার রেশিও কাকে বলে?
উত্তরঃ ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এবং প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যার অনুপাতকেই ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও বলে।
২৩। আইসোলেটর কি?
উত্তরঃ আইসোলেটর এক ধরনের সুইচ, যা অফলাইনে অপারেটিং করা হয়। বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়। “ আইসোলেটর হচ্ছে এমন একটি সুইচ, যাকে যান্ত্রিক বিনা লোডে অন বা অফ করা হয়।
২৪। থ্রি ফেজ মোটর এর গতি নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ VFD ব্যবহার করা হয়।
Image: ABC লাইসেন্স ভাইভা প্রস্তুতি |