ABC লাইসেন্স (C) এর ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০৩

ABC লাইসেন্স (B) এর জন্য ভাইভা বোর্ডের কমন প্রশ্নোত্তর পর্ব-০৩

প্রশ্নঃ-১০১ ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়?

উত্তরঃ ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট ওভারহেড লাইনে ব্যবহার করা হয়।

প্রশ্নঃ-১০২ কোন জয়েন্ট বেশি ঢাল সহ্য করতে পারে?

উত্তরঃ ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট বেশি ঢাল সহ্য করতে পারে।


প্রশ্নঃ-১০৩ পাহাড়ি এলাকায় আর্থ রেজিস্ট্যান্স কত হওয়া উচিত?

উত্তরঃ পাহাড়ি এলাকায় আর্থ রেজিস্ট্যান্স ৮ ওহম হওয়া উচিত।

প্রশ্নঃ-১০৪ সমতল ভূমিতে আর্থ রেজিস্ট্যান্স এর মান সর্বোচ্চ কত হওয়া উচিত?

উত্তরঃ সমতল ভূমিতে আর্থ রেজিস্ট্যান্স এর মান সর্বোচ্চ ৫ ওহম হওয়া উচিত।

প্রশ্নঃ-১০৫ তারের ইনসুলেশন ছাড়ানোর জন্য কোন বিশেষ টুলস ব্যবহার করা হয়?

উত্তরঃ তারের ইনসুলেশন ছাড়ানোর জন্য ওয়্যার স্ট্রিপার টুলস ব্যবহার করা হয়।


প্রশ্নঃ-১০৬ কত ভোল্টেজ এর বেশি সার্কিটে সিলিং রোজ ব্যবহার করা হয় না?

উত্তরঃ 250 ভোল্টেজ এর বেশি সার্কিটে সিলিং রোজ ব্যবহার করা হয় না।

প্রশ্নঃ-১০৭ সাধারণত বাসা বাড়ির ফ্যান, বাতি ইত্যাদি ব্যবহারের জন্য সর্বনিম্ন কোন সাইজের তার ব্যবহার করা হয়?

উত্তরঃ সাধারণত বাসা বাড়ির ফ্যান, বাতি ইত্যাদি ব্যবহারের জন্য সর্বনিম্ন ২×৩/০.০২৯ পি.ভি.সি তার ২৫০/৪৪০ ভোল্ট বা ১.৫ আর.এম পি.ভি.সি তার ২৫০/৪৪০ ভোল্ট ব্যবহার করা হয়।


প্রশ্নঃ-১০৮ ওয়্যার গেজ দ্বারা কি পরিমাপ করা যায়?

উত্তরঃ ওয়্যার গেজ দ্বারা তারের ব্যাস পরিমাপ করা যায়।

প্রশ্নঃ-১০৯ পি.ভি.সি এর পূর্ণ অর্থ কি?

উত্তরঃ পি.ভি.সি এর পূর্ণ অর্থ হল পলিভিনাইল ক্লোরাইড (Poly vinyl Chloride)।

প্রশ্নঃ-১১০ নিয়ন টিউব কোথায় ব্যবহৃত হয়?

উত্তরঃ নিয়ন টিউব রাস্তায়, পার্কে, রেলওয়েতে ব্যবহৃত হয়।

প্রশ্নঃ-১১১ পি.ভি.সি তারের সাইজ কিসের উপর নির্ভর করে?

উত্তরঃপি.ভি.সি তারের সাইজ তারের কারেন্ট বহন ক্ষমতা, কন্ডাক্টরের উপাদান, আকার ও ভোল্টেজ গ্রেডের উপর নির্ভর করে।

প্রশ্নঃ-১১২ পি.ভি.সি তারের উপর কিসের প্রলেপ দেওয়া হয়?

উত্তরঃ পি.ভি.সি তারের উপর পলিভিনাইল ক্লোরাইড কম্পাউন্ড এর প্রলেপ দেওয়া হয়।

প্রশ্নঃ-১১৩ যেখানে আগুন লাগার সম্ভাবনা থাকে সেখানে কি ধরনের ক্যাবল ব্যবহার করা হয়?

উত্তরঃ যেখানে আগুন লাগার সম্ভাবনা থাকে সেখানে পি.ভি.সি ক্যাবল ব্যবহার করা হয়।

প্রশ্নঃ-১১৪ ফ্লেক্সিবল কর্ড কোথায় ব্যবহার করা হয়?

উত্তরঃ ফ্লেক্সিবল কর্ড সাধারণত ঝুলানো বাতি, ব্রাকেট ঝার, সহাস্তরযোগ্য পাখা, বাতি ইত্যাদিতে ব্যবহৃত হয়।

প্রশ্নঃ-১১৫ ফ্লেক্সিবল ক্যাবল কোথায় ব্যবহার করা হয়?

উত্তরঃ ফ্লেক্সিবল ক্যাবল এর ব্যবহার ক্ষেত্রগুলো নিচে দেওয়া হলঃ

১। অভ্যন্তরীণ ওয়্যারিং এ সিলিং হতে পেন্ডেন্ট হোল্ডারে এবং সিলিং ফ্যানে সংযোগের জন্য এই তার ব্যবহার করা হয়।

২। টিউব লাইটের স্টার্টার ও ব্যালাস্ট সংযোগের ক্ষেত্রে ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়।

৩। অনেক স্থানে অস্থায়ীভাবে বাতি জ্বালানোর জন্যও এ তার ব্যবহৃত হয়।

প্রশ্নঃ-১১৬ ফ্লোরোসেন্ট বাতির ভিতরে কি গ্যাস থাকে?

উত্তরঃ ফ্লোরোসেন্ট বাতির ভিতরে মার্কারির সাথে কিঞ্চিৎ আর্গন গ্যাস থাকে।

প্রশ্নঃ-১১৭ চ্যানেল ওয়্যারিং এর জয়েন্ট বক্সে কি জয়েন্ট করা হয়?

উত্তরঃ চ্যানেল ওয়্যারিং এর জয়েন্ট বক্সে পিগটেইল জয়েন্ট করা হয়।

প্রশ্নঃ-১১৮ যে জায়গায় কোন টার্ন থাকে না সেখানে কি জয়েন্ট করা হয়?

উত্তরঃ যে জায়গায় কোন টার্ন থাকে না সেখানে পিগটেইল জয়েন্ট করা হয়।

প্রশ্নঃ-১১৯ সোডিয়াম মার্কারি ল্যাম্প কোথায় থাকে?

উত্তরঃ সোডিয়াম মার্কারি ল্যাম্প রাস্তায়, পার্কে, রেলওয়েতে ব্যবহৃত হয়ে থাকে।

প্রশ্নঃ-১২০ কোনো ভবনে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য সর্বপ্রথম কোথায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়?

উত্তরঃ কোনো ভবনে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য সর্বপ্রথম এনার্জি/কিলোওয়াট মিটারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

প্রশ্নঃ-১২১ দুইটি টি নিয়ন্ত্রন যন্ত্রের নাম লিখ।

উত্তরঃ দুইটি টি নিয়ন্ত্রন যন্ত্রের নাম হলঃ

১৷ সুইচ

২। সার্কিট ব্রেকার

প্ৰশ্নঃ-১২২ দুইটি টি রক্ষন যন্ত্রের নাম লিখ।

উত্তরঃ ২ টি রক্ষন যন্ত্রের নাম হলঃ

১। ফিউজ

২। রিয়্যাক্টর

প্রশ্নঃ-১২৩। ৪ ফুট টিউব লাইট সাধারণত কত ওয়াট হয়ে থাকে?

উত্তরঃ ৪ ফুট টিউব লাইট সাধারণত ৩৬ ওয়াট হয়ে থাকে।

প্রশ্নঃ-১২৪ ইলেক্ট্রিক হিটারে কি তার ব্যবহার করা হয়?

উত্তরঃ ইলেক্ট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়।

প্রশ্নঃ-১২৫ ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প এর ভিতর যে পরিবাহী থাকে সেই পরিবাহীর নাম কি?

উত্তরঃ ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প এর ভিতর যে পরিবাহী থাকে সেই পরিবাহীর নাম- টাংস্টেন ফিলামেন্ট।

প্রশ্নঃ-১২৬ একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য কোন সুইচ ব্যবহার করা হয়?

উত্তরঃ একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য টু-ওয়ে সুইচ (SPDT) ব্যবহার করা হয়।

প্রশ্নঃ-১২৭ SPDT এর পূর্ণ নাম কি?

উত্তরঃ SPDT এর পূর্ণ নাম নিচে দেওয়া হলঃ

SPDT = Single Pole Double Throw


প্রশ্নঃ-১২৮ চ্যানেল লাগানোর জন্য কতদূর অন্তর অন্তর রয়েল প্লাগ লাগাতে হয়?

উত্তরঃ চ্যানেল লাগানোর জন্য ২ ফুট বা ৬০ সেন্টিমিটার অন্তর অন্তর রয়েল প্লাগ লাগাতে হয়।


প্রশ্নঃ-১২৯ সিঙ্গেল ফেজ সরবরাহ লাইনে এন্টাসে ব্যবহৃত তারের সংখ্যা কয়টি?

উত্তরঃ সিঙ্গেল ফেজ সরবরাহ লাইনে এন্টাসে ব্যবহৃত তারের সংখ্যা ৩ টি। যথা- ফেজ, নিউট্রাল এবং আর্থিং।


প্রশ্নঃ-১৩০ থ্রি- ফেজ সরবরাহ লাইনে সার্ভিস এন্টাসে ব্যবহৃত তারের সংখ্যা কয়টি?

উত্তরঃ থ্রি- ফেজ সরবরাহ লাইনে সার্ভিস এন্টাসে ব্যবহৃত তারের সংখ্যা ৫ টি। যথা- ৩ টি ফেজ, ১ টি নিউট্রালণ এবং ১ টি আর্থিং।


প্ৰশ্নঃ-১৩১ বাসা বাড়ির এবং ইন্ডাস্ট্রির জন্য আর্থিং রেজিস্ট্যান্স সর্বোচ্চ কত হওয়া উচিত?

উত্তরঃ বাসা বাড়ির জন্য আর্থিং রেজিস্ট্যান্স সর্বোচ্চ ৫ ওহম এবং ইন্ডাস্ট্রির জন্য আর্থিং রেজিস্ট্যান্স সর্বোচ্চ ১ ওহম হওয়া উচিত।

প্রশ্নঃ-১৩২ সাধারণত আর্থ ওয়্যারের সাইজ কত হওয়া উচিত?

উত্তরঃ সাধারণত আর্থ ওয়্যারের সাইজ ৪, ৬, ৮ নং SWG হওয়া উচিত। 


প্রশ্নঃ-১৩৩ আর্থ রেজিস্ট্যান্স কি উপায়ে কমানো যায়?

উত্তরঃ একাধিক আর্থিং প্যারালালে সংযোগ করে আর্থিং রেজিস্ট্যান্স কমানো যায়।


প্রশ্নঃ-১৩৪ চোক কয়েল এর কাজ কি?

উত্তরঃ চোক কয়েলের কাজ হল- সার্জ ভোল্টেজ তৈরি করা এবং লাইট জ্বলার পর কারেন্টকে নিয়ন্ত্রন করা।


প্রশ্নঃ-১৩৫ থ্রি- পিন সকেট ফ্লোর থেকে কত উচ্চতায় রাখতে হয়?

উত্তরঃ থ্রি- পিন সকেট ফ্লোর থেকে ১ ফুট উচ্চতায় রাখতে হয়।


প্রশ্নঃ-১৩৬ তারের উপর আবরন দেওয়া হয় কেন?

উত্তরঃ তারের উপর আবরন দেওয়া হয় ইনসুলেশন ভালো থাকার জন্য এবং নানা রকম বৈদ্যুতিক দূর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য।

প্রশ্নঃ-১৩৭ ডিবি এর মধ্যে কি থাকে?

উত্তরঃ ডিবি এর মধ্যে সার্কিট ব্রেকার, এমসিবি এবং ফিউজ বসানো থাকে।


প্রশ্নঃ-১৩৮ যে বোর্ড হতে একটি বিল্ডিং এ বিদ্যুৎ বিতরন করা হয় তাকে কী বলে?

উত্তরঃ যে বোর্ড হতে একটি বিল্ডিং এ বিদ্যুৎ বিতরন করা হয় তাকে ডিস্ট্রিবিউশন বোর্ড বলে।


প্রশ্নঃ-১৩৯ বৈদ্যুতিক কাজে সবচেয়ে ভাল পরিবাহী কি কি?

উত্তরঃ বৈদ্যুতিক কাজে সবচেয়ে ভাল পরিবাহী হল- রূপা, তামা।


প্রশ্নঃ-১৪০ এভোমিটার দিয়ে কি কি পরিমাপ করা যায়?

উত্তরঃ ভোল্টেজ,এভোমিটার দিয়ে অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়।

প্রশ্নঃ-১৪১। ২২০ ভোল্টেজ সিঙ্গেল ফেজ এ কি কি কালার এর ক্যাবল ব্যবহার করা হয়?

উত্তরঃ ২২০ ভোল্টেজ সিঙ্গেল ফেজ এ লাল, কালো কালার এর ক্যাবল ব্যবহার করা হয়।


প্রশ্নঃ-১৪২ লাইটিং সার্কিটে সর্বোচ্চ কত ওয়াট ব্যবহার করা যায়?

উত্তরঃ লাইটিং সার্কিটে সর্বোচ্চ ৮০০ ওয়াট ব্যবহার করা যায়।


প্রশ্নঃ-১৪৩ লাইটিং সার্কিটে সর্বোচ্চ কতটি লাইট ফ্যান ব্যবহার করা যায়?

উত্তরঃ লাইটিং সার্কিটে সর্বোচ্চ ৮টি লাইট ফ্যান ব্যবহার করা যায়।


প্রশ্নঃ-১৪৪ কেসি বা কেজি ওয়্যারিং কী?

উত্তরঃ খাজের ভিতর তার রেখে যে ওয়্যারিং করা হয়,তাকে কেসিং বা কেজিং ওয়্যারিং বলে।

প্রশ্নঃ-১৪৫ পাওয়ার সকেটে কি কি কানেকশন থাকে?

উত্তরঃ পাওয়ার সকেটে ফেজ- লাল, নিউট্রাল- কালো,আর্থিং- সবুজ কানেকশন থাকে


প্রশ্নঃ-১৪৬ এনার্জি সেভিং ল্যাম্প এর অপর নাম কি?

উত্তরঃ এনার্জি সেভিং ল্যাম্প এর অপর নাম Compact Floracent Lamp.


প্রশ্নঃ-১৪৭ বাসা বাড়িতে সাপ্লাই ভোল্টেজ কত?

উত্তরঃ বাসা বাড়িতে সাপ্লাই ভোল্টেজ ২৩০ ভোল্ট।


প্রশ্নঃ-১৪৮ কয়েক টি হোল্ডারের নাম লিখ।

উত্তরঃ কয়েক টি হোল্ডারের নাম নিচে দেওয়া হলঃ

১। ব্যাটেন হোল্ডার

২। পেন্ডেন্ট হোল্ডার

৩। ব্রাকেট হোল্ডার


প্রশ্নঃ-১৪৯ কম্বাইন্ড সকেট কত এম্পিয়ার?

উত্তরঃ কম্বাইন্ড সকেট সাধারণত ১০ এম্পিয়ার হয়ে থাকে।

প্রশ্নঃ-১৫০ ওয়্যারিং করার পর বিদ্যুৎ সরবরাহ দেয়ার পূর্বে কী কী টেস্ট করা হয়?

উত্তরঃ ওয়্যারিং করার পর বিদ্যুৎ সরবরাহ দেয়ার পূর্বে নিম্নোক্ত টেষ্ট গুলো করতে হয়। যথাঃ

১। কন্টিনিউইটি টেস্ট

২। পোলারিটি টেস্ট

৩। আর্থ টেস্ট

৪। ইনসুলেশন টেস্ট

৫। আর্থ কন্টিনিউইটি কন্ডাক্টরের রেজিস্ট্যান্স টেস্ট।

ABC লাইসেন্স C  ভাইভা প্রশ্নোত্তর
Image: ABC লাইসেন্স C ভাইভা প্রশ্নোত্তর


ABC লাইসেন্স (c) এর জন্য ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০২ দেখতে এখানে ক্লিক করুন


সকল বিষয়ে আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now

إرسال تعليق

أحدث أقدم