ABC লাইসেন্স (C) এর ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০৪

ABC লাইসেন্স (C) এর জন্য ভাইভা বোর্ডের কমন প্রশ্নোত্তর পর্ব-০৪

প্রশ্নঃ-১৫১ চ্যানেল ওয়্যারিং কোন ধরনের ওয়্যারিং?

উত্তরঃ চ্যানেল ওয়্যারিং ইন্টারনাল সারফেজ ওয়্যারিং।

প্রশ্নঃ-১৫২ MDB এর পূর্ণ নাম কি?

উত্তরঃ MDB এর পূর্ণ নাম নিচে দেওয়া হলঃ
MDB=Main Distribution Board

প্রশ্নঃ-১৫৩ আর্থ টেষ্টারের সাহায্যে কি টেষ্ট করা হয়?

উত্তরঃ আর্থ টেষ্টারের সাহায্যে আর্থ রেজিস্ট্যান্স টেষ্ট করা হয়।

প্রশ্নঃ-১৫৪ হলুদের এর উপর সবুজ দাগ কাটা তার কোথায় ব্যবহৃত হয়?

উত্তরঃ হলুদের এর উপর সবুজ দাগ কাটা তার আর্থ কন্টিনিউটি কাউন্টার হিসাবে ব্যবহৃত হয়।

প্রশ্নঃ-১৫৫ সিলিং রোজের সাথে ঝুলন্ত বাতি সংযুক্ত করার জন্য কোন ধরনের হোল্ডার ব্যবহৃত হয়?

উত্তরঃ সিলিং রোজের সাথে ঝুলন্ত বাতি সংযুক্ত করার জন্য পেন্ডেন্ট হোল্ডার ব্যবহৃত হয়।

প্রশ্নঃ-১৫৬ ফেজ তারে সুইচ ব্যবহার করা হয় কেন?

উত্তরঃ ফেজ তারে সুইচ ব্যবহার না করলে সুইচ বন্ধ থাকলেও নিউট্রাল লাইনে কারেন্ট থাকে এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাই ফেজ তারে সুইচ ব্যবহার করা হয়।

প্রশ্নঃ-১৫৭ কলিং বেলে সিরিজে বাল্ব সংযোগের মূল কারণ কী?

উত্তরঃ কলিং বেলে সিরিজে বাল্ব সংযোগের মূল কারণ হলঃ
১। শব্দ কম অথবা বেশি
২। বেলের আয়ু বাড়ানোর জন্য

প্রশ্নঃ-১৫৮ ওয়্যারিং এর ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন কত হওয়া উচিত?

উত্তরঃ ওয়্যারিংয়ের ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন 50MQ হওয়া উচিত।

প্রশ্নঃ-১৫৯ কনসিন্ড কন্ডুইট ওয়্যারিং কাকে বলে?

উত্তরঃ যে কন্ডুইট ওয়্যারিং এ কন্ডুইটকে দেয়ালের ভেতর দিয়ে নিয়ে ওয়্যারিং করা হয়, তাকে কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং বলে।

প্রশ্নঃ-১৬০ ফিশ ওয়্যারের কাজ কী?

উত্তরঃফিশ ওয়্যার ওয়্যারিং করার সময় তার টানার জন্য ব্যবহৃত হয়।

প্রশ্নঃ-১৬১ শিল্পক্ষেত্রে কোন ধরনের ওয়্যারিং করা হয়? 

উত্তরঃ শিল্পক্ষেত্রে সারফেস কন্ডুইট ওয়্যারিং করা হয়।


প্রশ্নঃ-১৬২ বর্তমানে বাড়িঘরে কোন ধরনের ওয়্যারিং বেশি ব্যবহৃত হয়?

উত্তরঃ বর্তমানে বাড়িঘরে বেশিরভাগ ক্ষেত্রে- কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং বেশি ব্যবহৃত হয়।

প্রশ্নঃ-১৬৩ ওয়্যারিং এ ব্যবহৃত সর্বনিম্ন তারের সাইজ কী?

উত্তরঃ ওয়্যারিং এ ব্যবহৃত সর্বনিম্ন তারের সাইজ- স্ট্যান্ডার্ড 3/0.029 অথবা, মেট্রিক স্ট্যান্ডার্ড 1.5 R.M

প্রশ্নঃ-১৬৪ ক্লিট ওয়্যারিং এর দুটি সুবিধা লেখ।

উত্তরঃ ক্লিট ওয়্যারিং এর দুটি সুবিধা নিচে দেওয়া হলঃ
১। খরচ কম ও
২। কাজ করা সহজ

প্রশ্নঃ-১৬৫ ফিশ ওয়্যারিং বলতে কী বুঝ?

উত্তরঃ কনসিল্ড ও সারফেস কন্ডুইট ওয়্যারিং করতে দেয়ালে বা ছাদে পাইপ বসানোর সময় জি.আই তার দিয়ে যে ওয়্যারিং করা হয়, তাকে ফিশ ওয়্যারিং বলে।

প্রশ্নঃ-১৬৬ সাব-মেইন ওয়্যারিং কাকে বলে?

উত্তরঃ যদি ডিস্ট্রিবিউশন বোর্ডের পরে সাব-ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করা হয়, তবে ডিস্ট্রিবিউশন বোর্ড হতে সাব-ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত ওয়্যারিং কে সাব-মেইন ওয়্যারিং বলা হয়।

প্রশ্নঃ-১৬৭ টেস্টারের কাজ কী?

উত্তরঃ কোনো লাইনে বা তারে সাপ্লাই আছে কি না দেখার জন্য টেষ্টার ব্যবহার করা হয়।

প্রশ্নঃ-১৬৮ ওয়ার্কশপে কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়?

উত্তরঃ ওয়ার্কশপে সারফেস কন্ডুইট ওয়্যারিং ব্যবহার করা হয়।

প্রশ্নঃ-১৬৯ নিয়ন টেস্টার কেন ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ বৈদ্যুতিক কাজ করার সময় কোনো লাইনের ফেজ তার শনাক্ত করার জন্য নিয়ন টেস্টার ব্যবহার করা হয়।

প্রশ্নঃ-১৭০ সার্ভিস মেইন কী?

উত্তরঃ সার্ভিস পোল থেকে গ্রাহকের মিটার পর্যন্ত লাইনকে সার্ভিস মেইন বলে।

প্রশ্নঃ-১৭১ বর্তমানে ব্যাটেন ওয়্যারিং এর বিকল্প নাম কী?

উত্তরঃ বর্তমানে ব্যাটেন ওয়্যারিং এর বিকল্প নাম- চ্যানেল ওয়্যারিং।

প্রশ্নঃ-১৭২ আবাসিক বাড়ি-ঘরে ব্যবহৃত ওয়্যারিং কোনটি?

উত্তরঃ আবাসিক বাড়িঘরে সাধারণত ব্যাটেন ওয়্যারিং ব্যবহৃত হয়। তবে বর্তমানে অধিকাংশ দালান-কোঠায় কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং ব্যবহৃত হচ্ছে।

প্রশ্নঃ-১৭৩ সিনেমা হল ও অফিস আদালতে কোন ধরনের ওয়্যারিং ব্যবহৃত হয়?

উত্তরঃ সিনেমা হল ও অডিটোরিয়ামে কনসিল্ড কড়ুইট ওয়্যারিং এবং অফিস-আদালতে ব্যাটেন এবং কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং ব্যবহৃত হয়।

প্রশ্নঃ-১৭৪ ওয়্যারিং কাকে বলে?

উত্তরঃ বিদ্যুৎ সরবরাহ দেয়ার উদ্দেশ্যে তারের সুশৃঙ্খল সাজানো ব্যবস্থাকে ওয়্যারিং বলে।

প্রশ্নঃ-১৭৫ ফাইনাল সাব সার্কিট কী?

উত্তরঃ এক বা একাধিক পয়েন্টে কারেন্ট সাপ্লাই দেয়ার জন্য সাব-ডিস্ট্রিবিউশন বোর্ড বা ফিউজ বোর্ডের এক এক ওয়েতে যে সার্কিটের কানেকশন হয়, তাকে ফাইনাল সাব-সার্কিট বলে।

প্রশ্নঃ-১৭৬ লে-আউট কী?

উত্তরঃ ওয়্যারিং কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করণের লক্ষ্যে বৈদ্যুতিক সাজ-সরঞ্জাম বা আসবাবপত্রের সুষ্ঠ বিন্যাসকৃত যে নকশা তৈরি করা হয়, তাকে ওয়্যারিংয়ের লে-আউট বলা হয়।

প্রশ্নঃ-১৭৭ লাইটিং লোড হিসেবে বিবেচ্য বৈদ্যুতিক যন্ত্রপাতি কী কী?

উত্তরঃ লাইটিং লোড হিসেবে বিবেচ্য বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলো হলঃ
বৈদ্যুতিক বাতি, পাখা এবং 2 - পিন সকেট পয়েন্টকে লাইটিং লোড হিসেবে বিবেচনা করা হয়।

প্রশ্নঃ-১৭৮ ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, টিউব লাইট, পাখা ও 2 পিন সকেটের পাওয়ার কত ধরা হয়?

উত্তরঃ ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প 60W, টিউব লাইট 40W, সিলিং ফ্যান 60w-80W এবং 2–পিন সকেট 60W/100W পর্যন্ত ধরা হয়।

প্রশ্নঃ-১৭৯ বাথ রুমে সকেট আউটলেট কোথায় বসাতে হয়?

উত্তরঃ বাথ রুমে সকেট আউটলেট 1.3 মিটার বা তার চেয়ে বেশি উচ্চতায় বসাতে হয়।

প্রশ্নঃ-১৮০ মেইন সুইচ সাধারণত কত ভোল্টের হয়?

উত্তরঃ মেইন সুইচ সাধারণত 250V এবং 400V ভোল্টের হয়।

প্রশ্নঃ-১৮১ ওয়ার্কসপ ও মিল ফ্যাক্টরীতে কোন ধরনের ওয়্যারিং ব্যবহৃত হয় এবং কেন?

উত্তরঃ ওয়ার্কসপ ও মিল ফ্যাক্টরীতে সাধারণত কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং ব্যবহৃত হয়। কারণ এ সমস্ত জায়গায় ওয়্যারিংয়ের তারে আঘাত বা আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে।

প্রশ্নঃ-১৮২ কন্ডুইটের ভিতর দিয়ে তার টানার পদ্ধতি লেখ।

উত্তরঃ প্রথমে কন্ডুইটের ভিতর দিয়ে জি.আই তার বা ড্র-ইন তার ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করতে হয়। ড্র-ইন তারের অপর মাথায় তার বা ক্যাবল বেঁধে দিয়ে টেনে আনতে হয়। ড্র-ইন বা জি.আই.তারে ক্যাবল বাঁধার সময় তারের মাথার (7.5 সে.মি.) ইনসুলেশন পরিষ্কার করে সবগুলোর মাথা রিং- এর মতো করে ড্র-ইন তারের সাথে শক্ত করে বাঁধতে হবে। তার টানার সময় লক্ষ্য রাখতে হবে যেন কন্ডুইটের ভিতর তার পাক না খায়।

প্রশ্নঃ-১৮৩ কনসিন্ড কন্ডুইট ওয়্যারিং ব্যয়বহুল হওয়া সত্ত্বেও বেশি ব্যবহৃত হয় কেন?

উত্তরঃ কারণ এটি সহজে নষ্ট হয় না, রক্ষণাবেক্ষণের ঝামেলা কম, ক্যাবলে আঘাত লাগার সম্ভাবনা নেই। এছাড়া ফল্ট ক্যাবল পরিবর্তন করাও

প্রশ্নঃ-১৮৪ ব্যাটেন ওয়্যারিংয়ের সুবিধা কী?

উত্তরঃ ব্যাটেন ওয়্যারিংয়ের সুবিধা গুলো নিচে দেওয়া হলঃ
খরচ কম, ওয়্যারিং করা সহজ, ত্রুটি নির্ধারণ ও মেরামত সহজ।

প্রশ্নঃ-১৮৫ ব্যাটেন ওয়্যারিং এর অসুবিধা কী?

উত্তরঃ ব্যাটেন ওয়্যারিং এর অসুবিধা গুলো হলঃ
যান্ত্রিক আঘাত সহ্য করতে পারে না, দীর্ঘস্থায়ী হয় না, ঘরের সৌন্দর্য নষ্ট হয়।

প্রশ্নঃ-১৮৬ মেশিন সপে সাধারণত সারফেস কন্ডুইট ওয়্যারিং ব্যবহৃত হয় কেন?

উত্তরঃ মেশিন সপে সাধারণত সারফেস কন্ডুইট ওয়্যারিং ব্যবহৃত হওয়ার কারন হলঃ
কনসিল্ড ওয়্যারিং এর তুলনায় খরচ কম, ত্রুটি নির্ণয় ও মেরামত তুলনামূলকভাবে সহজ, যান্ত্রিক আঘাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, আগুন লাগার সম্ভাবনা কম এবং আর্দ্রতা জনিত ক্ষতি হতে রক্ষা পায়।

প্রশ্নঃ-১৮৭ লাইটিং সার্কিটে কত ওয়াট বা কত অ্যাম্পিয়ার লোডের জন্য একটি সাব-সার্কিট ধরা হয়?

উত্তরঃ লাইটিং সার্কিটে প্রতি 800W বা 5A বা 10 টি পয়েন্টের জন্য একটি সাব-সার্কিট বিবেচনা করা হয়।

প্রশ্নঃ-১৮৮ পাওয়ার সার্কিটে কত ওয়াট বা কত অ্যাম্পিয়ার লোডের জন্য একটি সাব সার্কিট ধরা হয়?

উত্তরঃ পাওয়ার সার্কিটে প্রতি 3000W বা 15A বা দু'টি পয়েন্টের জন্য একটি সাব-সার্কিট বিবেচনা করা হয়।

প্রশ্নঃ-১৮৯ হাউজ ওয়্যারিং এ পাওয়ার লোডের অন্তর্ভুক্ত যন্ত্রপাতি কী কী?

উত্তরঃ হাউজ ওয়্যারিং এ পাওয়ার লোডের অন্তর্ভুক্ত যন্ত্রপাতি গুলো হলঃ
হিটার, ইলেকট্রিক কুকার, ইলেকট্রিক ওভেন, ওয়াশিং মেশিন, ওয়াটার কুলার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ইত্যাদি।

প্রশ্নঃ-১৯০ ডিস্ট্রিবিউশন বোর্ড কী?

উত্তরঃ মিটার বোর্ড হতে গ্রাহকের মেইন সুইচ পর্যন্ত দূরত্বকে ডিস্ট্রিবিউশন বোর্ড বলা হয়।

প্রশ্নঃ-১৯০ ডিস্ট্রিবিউশন বোর্ড কী?

উত্তরঃ মিটার বোর্ড হতে গ্রাহকের মেইন সুইচ পর্যন্ত দূরত্বকে ডিস্ট্রিবিউশন বোর্ড বলা হয়।

প্রশ্নঃ-১৯১ ডিস্ট্রিবিউশন বোর্ডের সাইজ কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়?

উত্তরঃ ডিস্ট্রিবিউশন বোর্ডের সাইজ নির্ধারণে সাব-সার্কিটের সংখ্যা ও কারেন্ট রেটিং বিবেচনা করা হয়।

প্রশ্নঃ-১৯২ কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং কাকে বলে?

উত্তরঃ যে কন্ডুইট ওয়্যারিং এ কন্ডুইটকে দেয়ালের ভেতর দিয়ে নিয়ে ওয়্যারিং করা হয়, তাকে কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং বলে।

ABC লাইসেন্স


সকল বিষয়ে আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now


إرسال تعليق

أحدث أقدم