ABC লাইসেন্স (C) এর জন্য ভাইভা বোর্ডের কমন প্রশ্নোত্তর পর্ব-০১
প্রশ্নঃ-০১ হাউজ ওয়্যারিং কাকে বলে? হাউজ ওয়্যারিং কত প্রকার ও কি কি?
উত্তরঃ বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ নেওয়ার উদ্দেশ্যে মিটার, মেইন সুইচ, ফিউজ, সার্কিট ব্রেকার,সুইচবোর্ড ইত্যাদি কে নিয়মানুসারে বিন্যাস করিয়া উপযুক্ত মানের তারের সাহায্যে সংযোগ করতে হয়। মিটার, মেইন সুইচ, সার্কিট ব্রেকার, সুইচ এবং ফিউজ ইত্যাদির এই বিন্যাসকে হাউজ ওয়্যারিং বলে।
হাউজ ওয়্যারিং ৫ প্রকার। যথাঃ
১। ক্লিট ওয়্যারিং (Cleat Wiring)
২। ব্যাটেন বা চ্যানেল ওয়্যারিং (Batten/Channel Wiring)
৩। কেসিং ওয়্যারিং (Casing Wiring)
৪। কন্ডুইট ওয়্যারিং (Conduit Wiring)
কম্ভুইট ওয়্যারিং (Conduit Wiring) আবার ২ ধরনের হয়ে থাকে। যথাঃ
(ক) সারফেস কন্ডুইট ওয়্যারিং (Surface Conduit Wiring)
(খ) কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং (Concealed Conduit Wiring)
৫। ট্রাংকিং ওয়্যারিং (Trunking Wiring)
প্রশ্নঃ-০২ বাসা বাড়িতে সাধারণত কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়?
উত্তরঃ বাসা বাড়িতে সাধারণত কন্ডুইট ওয়্যারিং ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-০৩ হাউজ ওয়্যারিং এ পিভিসি ক্যাবল বেশি ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ হাউজ ওয়্যারিং এ পিভিসি ক্যাবল বেশি ব্যবহার করার কারন হল- দামে কম, সহজে পাওয়া যায়, নমনীয়।
প্রশ্নঃ-০৪ হাউজ ওয়্যারিং এ লাইট ফ্যান কিভাবে সংযোগ দেওয়া হয়?
উত্তরঃ হাউজ ওয়্যারিং এ লাইট ফ্যান প্যারালাল এ সংযোগ দেওয়া হয়।
প্রশ্নঃ-০৫ হাউজ ওয়্যারিং এ ব্যবহৃত প্রতিটি চ্যানেলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ হাউজ ওয়্যারিং এ ব্যবহৃত প্রতিটি চ্যানেলের দৈর্ঘ্য ৬ ফিট।
প্রশ্নঃ-০৬ হাউজ ওয়্যারিং এ ব্যবহৃত চ্যানেলের সর্ব নিম্ন সাইজ কত?
উত্তরঃ হাউজ ওয়্যারিং এ ব্যবহৃত চ্যানেলের সর্বনিম্ন সাইজ ১/২” ইঞ্চি।
প্রশ্নঃ-০৭ বাজারে কি কি সাইজের চ্যানেল পাওয়া যায়?
উত্তরঃ বাজারে সাধারণত নিম্নোক্ত সাইজের চ্যানেল গুলো পাওয়া যায়। যথাঃ ১/২”, ৩/৪”, ১”, ২”
প্রশ্নঃ-০৮ হ্যান্ড টুলস কাকে বলে?
উত্তরঃ যে টুলস গুলো দ্বারা হাতের সাহায্যে কাজ করা হয় তাহাকে হ্যান্ড টুলস বলে।
অন্যভাবে বলতে গেলেঃ
দৈহিক শক্তি প্রয়োগের মাধ্যমে কারিগরি ক্ষেত্রে যে টুলস ব্যবহার করা হয় তাকে হ্যান্ড টুলস বলে।
প্ৰশ্নঃ-০৯ হাউজ ওয়্যারিং এ ব্যবহার করা হয় এমন কিছু হ্যান্ড টুলস এর নাম বলুন।
উত্তরঃ হাউজ ওয়্যারিং এ ব্যবহার করা হয় এমন কিছু হ্যান্ড টুলস এর নাম নিচে দেওয়া হলঃ
১। কম্বিনেশন প্লায়ার্স
২। নিয়ন টেষ্টার
৩। লং নোজ প্লায়ার্স
৪। বেন্ড নোজ প্লায়ার্স
৫। কাটিং প্লায়ার্স
৬। হ্যান্ড ড্রিল মেশিন
৭। মেজারিং টেপ
৮। স্টার স্ক্রু ড্রাইভার
০৯। ফ্লাট স্ক্রু ড্রাইভার
১০। বলপিন হ্যামার
১১। হ্যাক-স ফ্রেম ও ব্লেড
১২। ছুরি
১৩। এভোমিটার
১৪। ওয়্যার স্ট্রিপার
১৫। ইনসুলেশন রিমুভার ইত্যাদি।
প্রশ্নঃ-১০ পাওয়ার টুলস কাকে বলে?
উত্তরঃ যে টুলস গুলো দ্বারা বিদ্যুৎ এর সাহায্যে কাজ করা হয় তাহাকে পাওয়ার টুলস বলে।
অন্যভাবে বলতে গেলেঃ
কারিগরি কাজে যে সকল টুলস ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন হয় তাকে পাওয়ার টুলস বলে।
প্রশ্নঃ-১১। ৫ টি পাওয়ার টুলস এর নাম লিখ।
উত্তরঃ ৫ টি পাওয়ার টুলস এর নাম নিচে দেওয়া হলঃ
১। ইলেকট্রিক্যাল হ্যান্ড ড্রিল মেশিন
২। ইলেকট্রিক্যাল গ্র্যান্ডিং মেশিন
৩। সোল্ডারিং আয়রন
৪৷ ইমপ্যাক্ট ড্রাইভার
৫। ওয়েল্ডিং মেশিন
প্রশ্নঃ ১২। ৩ টি মেজারিং ইন্সট্রুমেন্ট এর নাম লিখ।
উত্তরঃ ৩ টি মেজারিং ইন্সট্রুমেন্ট এর নাম নিচে দেওয়া হলঃ
১। এনার্জি মিটার
২। ভোল্ট মিটার
৩। ওয়াট মিটার
প্রশ্নঃ-১৩ হাউজ ওয়্যারিং এর কাজে ব্যবহার করা হয় এমন কিছু ক্যাবলের সাইজ ও কারেন্ট বহন ক্ষমতা বলুন।
উত্তরঃ হাউজ ওয়্যারিং এর কাজে ব্যবহার করা হয় এমন কিছু ক্যাবলের সাইজ ও কারেন্ট বহন ক্ষমতা নিচে দেওয়া হলঃ
Pvc Cable 1.3 RM =22 Ampere
Pvc Cable 1.5 RM = 25 Ampere
Pvc Cable 2.5 RM = 30 Ampere
Pvc Cable 4 RM = 39 Ampere
Pvc Cable 6 RM= 50 Ampere
Pvc Cable 10 RM = 69 Ampere
প্রশ্নঃ-১৪ হাউজ ওয়্যারিং এর কাজে ব্যবহার করা হয় এমন কিছু মালামালের নাম বলুন।
উত্তরঃ হাউজ ওয়্যারিং এর কাজে ব্যবহার করা হয় এমন কিছু মালামালের নাম নিচে দেওয়া হলঃ
১। এনার্জি মিটার
২। মেইন সুইচ
৩। বেড সুইচ।
৪। সকেট
৫৷ প্লাগ
৬। সিলিং রোজ
৭। হোল্ডার
৮। সুইচবোর্ড
৯। চ্যানেল
১০। কেসিং
১১। ব্যাটেন হোল্ডার
১২। লাইট
১৩। ফ্যান ইত্যাদি।
প্রশ্নঃ-১৫ হাউজ ওয়্যারিং এর কাজে ব্যবহার করা হয় এমন কিছু সুইচ এর নাম বলুন।
উত্তরঃ হাউজ ওয়্যারিং এর কাজে ব্যবহার করা হয় এমন কিছু সুইচ এর নাম নিচে দেওয়া হলঃ
১। টাম্বলার সুইচ
২। আয়রন ক্লেড সুইচ (মেইন সুইচ)
৩। গ্যাং সুইচ (পিয়ানো সুইচ)
8। S.P.S.T সুইচ
৫। S.P.D.P সুইচ
প্রশ্নঃ-১৬ বাসাবাড়িতে হাউজ ওয়্যারিং করার পর বিদ্যুৎ সরবরাহ দেওয়ার পূর্বে কি কি পরিক্ষা করে নিতে হয়?
উত্তরঃ বাসাবাড়িতে হাউজ ওয়্যারিং করার পর বিদ্যুৎ সরবরাহ দেওয়ার পূর্বে নিম্নোক্ত পরিক্ষা গুলো করে নিতে হয়। যথাঃ
১। শর্ট সার্কিট টেষ্ট
২। কন্টিনিউটি টেষ্ট
৩। পাশাপাশি অবস্থিত দুইটি পরিবাহীর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেষ্ট
৪। পরিবাহী ও আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেষ্ট
৫। আর্থের রেজিস্ট্যান্স টেষ্ট
৬। সুইচ, ফিউজ ইত্যাদির পোলারিটি টেষ্ট
প্রশ্নঃ-১৭ ক্যাবল ও তারের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ ক্যাবল ও তারের মধ্যে পার্থক্য হলঃ ইনসুলেশন যুক্ত পরিবাহীকে ক্যাবল বলে এবং ইনসুলেশন বিহীন পরিবাহীকে তার বলে।
প্রশ্নঃ-১৮ টিউব লাইটে স্টার্টার কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ টিউবলাইটে স্টার্টার ব্যবহার করার কারন হলঃ
ফিলামেন্টের দুই প্রান্তের দুইটি ক্যাবল কে অল্প (৩ থেকে ৩.৫ সেকেন্ড) সময়ের জন্য একসাথে করে আবার বিচ্ছিন্ন করে দেওয়ার কাজটি করার জন্য টিউব লাইটে স্টার্টার ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-১৯ টিউব লাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ টিউব লাইটে সাধারণত নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-২০ স্টার্টার ছাড়া কি টিউব লাইট জ্বালানো সম্ভব?
উত্তরঃ হ্যাঁ, স্টার্টার ছাড়া টিউব লাইট জ্বালানো সম্ভব।
প্রশ্নঃ-২১ সুইচ অফ করা সত্বেও হোল্ডারে সাপ্লাই পাওয়া যায় কেন?
উত্তরঃ সুইচ ফেজে সংযোগ না করে নিউট্রাল এ সংযোগ করা হয়েছে। এ জন্যে সুইচ অফ করা সত্বেও হোল্ডারে সাপ্লাই পাওয়া যায়।
প্রশ্নঃ-২২ টিউব লাইটের দুই দিকে জ্বলে থাকে পূর্নভাবে জ্বলে না কারন কি?
উত্তরঃ টিউব লাইটের দুই দিকে জ্বলে থাকে পূর্নভাবে জ্বলে না এর কারন হলঃ
টিউবের ভিতরে প্রয়োজনীয় গ্যাস নেই অথবা পূর্ন ভোল্টেজ পাচ্ছে না।
প্রশ্নঃ-২৩ সিলিং ফ্যানে কি ধরনের মোটর ব্যবহার করা হয়?
উত্তরঃ সিলিং ফ্যানে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-২৪ সিলিং ফ্যানের ওয়াইন্ডিং এ ব্যবহৃত তারের নাম কি?
উত্তরঃ সিলিং ফ্যানের ওয়াইন্ডিং এ ব্যবহৃত তারের নামঃ সুপার এনামেল ওয়্যার।
প্রশ্নঃ-২৫ সিলিং ফ্যানের স্পিড কমে যাওয়ার কারন কি?
উত্তরঃ সিলিং ফ্যানের স্পিড কমে যাওয়ার কারনঃ
পূর্ণ ভোল্টেজ পাচ্ছে না, না হয় ক্যাপাসিটর দুর্বল, না হয় বল বিয়ারিং জ্যাম, না হয় কয়েলের ইনসুলেশন দুর্বল।
প্রশ্নঃ-২৬ পাখা পূর্ণবেগে ঘুরা সত্বেও বাতাস পাওয়া যায় না কেন?
উত্তরঃ পাখা পূর্ণবেগে ঘুরা সত্বেও বাতাস না পাওয়ার কারন হলঃ
পাখার ব্লেডের বাক কম, না হয় পাখার পিছনে প্রয়োজনীয় ফাঁকা জায়গা নেই।
প্রশ্নঃ-২৭ সিলিং ফ্যানে কয়টি কয়েল থাকে ও কি কি?
উত্তরঃ সিলিং ফ্যানে ২ টি কয়েল থাকে। যথাঃ
১। স্টার্টিং কয়েল
২। রানিং কয়েল
প্রশ্নঃ-২৮ সিলিং ফ্যানে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ সিলিং ফ্যান একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে চালু হতে পারে না। এ ধরনের মোটর কে স্টার্ট করতে হলে তাতক্ষনিক ভাবে একটি ফেজ অল্প সময়ের জন্য দেওয়ার প্রয়োজন হয়। অল্প সময়ের জন্য ফেজ সাপ্লাই দেওয়ার কাজটি মূলত ক্যাপাসিটর করে থাকে। এ জন্যে সিংগেল ফেজ ইন্ডাকশন মোটরে ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-২৯ সাপ্লাই দেওয়ার পর সিলিং ফ্যান উল্টা ঘুরলে কি করবেন?
উত্তরঃ সাপ্লাই দেওয়ার পর সিলিং ফ্যান উল্টা ঘুরলে নিম্নোক্ত কাজটি করতে হবেঃ
ক্যাপাসিটর এর দুইটি প্রান্ত থাকে। যে প্রান্তে লাইন সংযোগ দেওয়া আছে সেই প্রান্তের সংযোগ খুলে অপর প্রান্তে সংযোগ দিলেই ফ্যানটি সোজা ঘুরবে।
প্রশ্নঃ-৩০ সিলিং ফ্যানের কোন দিকের বিয়ারিং আগে খারাপ হয়?
উত্তরঃ সিলিং ফ্যানের উপরের বিয়ারিং আগে খারাপ হয়।
প্ৰশ্নঃ-৩১ সিলিং ফ্যানে কত মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয়?
উত্তরঃ সিলিং ফ্যানে ২.৫ থেকে ৩.৫ মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
প্ৰশ্নঃ-৩২ রেগুলেটর সিলিং ফ্যানের সাথে কিভাবে সংযোগ করতে হয়?
উত্তরঃ রেগুলেটর সিলিং ফ্যানের সাথে সিরিজে সংযোগ করতে হয়।
প্ৰশ্নঃ-৩৩ সিলিং ফ্যানের কোনটি স্টার্টিং কয়েল এবং কোনটি রানিং কয়েল কিভাবে বুঝবেন?
উত্তরঃ কয়েলের রেজিস্ট্যান্স মেপে এটি বের করতে হবে। যে কয়েলের রেজিস্ট্যান্স বেশি সেটি স্টার্টিং কয়েল এবং যে কয়েলের রেজিস্ট্যান্স কম সেটি রানিং কয়েল।
প্রশ্নঃ-৩৪ সিলিং ফ্যান কোন ধরনের মোটর?
উত্তরঃ সিলিং ফ্যান একটি ক্যাপাসিটর রান মোটর।
প্রশ্নঃ-৩৫ সিলিং ফ্যানে কোন ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয়?
উত্তরঃ সিলিং ফ্যানে- ওয়েল টাইপ ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-৩৬ সিলিং ফ্যানের কোন কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে?
উত্তরঃ সিলিং ফ্যানের স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে।
প্রশ্নঃ-৩৭ সিলিং ফ্যানে ক্যাপাসিটর কোন কয়েলের সাথে সংযুক্ত থাকে?
উত্তরঃ সিলিং ফ্যানে ক্যাপাসিটর ষ্টাটিং কয়েল এর সাথে সিরিজে সংযুক্ত থাকে।
প্রশ্নঃ-৩৮ সিলিং ফ্যান ফ্লোর থেকে কত উচুতে লাগানো হয়?
উত্তরঃ সিলিং ফ্যান ফ্লোর থেকে সাধারণত ২.৫ মিটার উচুতে লাগানো হয়।
প্রশ্নঃ-৩৯ সিলিং ফ্যান কি কি সাইজের হয়?
উত্তরঃ সিলিং ফ্যান সাধারণত ৪৮”, ৫৬” ইঞ্চি সাইজের হয়ে থাকে।
প্রশ্নঃ-৪০ সিলিং ফ্যানের কয়েলের ওয়্যাইন্ডিং এর কাজের জন্য কত সাইজের সুপার এনামেল তার ব্যবহার করা হয়?
উত্তরঃ সিলিং ফ্যানের কয়েলের ওয়্যাইন্ডিং এর কাজের জন্য 34, 35, 36 SWG Wire ব্যবহার করা হয়।
প্রশ্নঃ-৪১ সিলিং ফ্যানের স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল চেনার উপায় কি?
উত্তরঃ সিলিং ফ্যানের স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল চেনার উপায় হলঃ
স্টার্টিং কয়েল এর রেজিষ্ট্যান্স বেশি এবং রানিং কয়েল এর রেজিষ্ট্যান্স কম থাকে।
প্রশ্নঃ-৪২ সিলিং ফ্যানের রেগুলেটর কোথায় এবং কিভাবে সংযোগ করা হয়?
উত্তরঃ সিলিং ফ্যানের রেগুলেটর সুইচের আউটপুটে সিরিজে সংযোগ করা হয়।
প্রশ্নঃ-৪৩ সিলিং ফ্যানে ক্যাপাসিটরের কাজ কী?
উত্তরঃ সিলিং ফ্যানে ক্যাপাসিটরের কাজ হলোঃ
স্টার্টিং টর্ক উৎপন্ন করে মোটরকে একই দিকে সুষম গতিতে ঘুরানো।
প্রশ্নঃ-88 সিলিং ফ্যান কী?
উত্তরঃ সিলিং ফ্যান একটি সিংগেল ফেজ ইন্ডাকশন মোটর। যার শ্যাফেটর সাথে ব্লেড বা পাখা লাগানো থাকে। ছাদ বা সিলিং হতে এ ফ্যান ঝুলানো হয় বলে একে সিলিং ফ্যান বলা হয়।
প্রশ্নঃ-৪৫ SWG এর পূর্ণ নাম কি?
উত্তরঃ SWG এর পূর্ণ নাম হল- Standard Wire Gauge.
প্ৰশ্নঃ-৪৬ সুইচ কোন তারে লাগাতে হয়?
উত্তরঃ সুইচ ফেজ বা লাইন তারে লাগাতে হয়।
প্রশ্নঃ-৪৭ সুইচ কি ধরনের ডিভাইস?
উত্তরঃ সুইচ এক ধরনের কন্ট্রোলিং ডিভাইস।
প্রশ্নঃ-৪৮ টু পিন প্লাগ এর কোন পিন এ আর্থিং লাগানো হয়?
উত্তরঃ টু-পিন প্লাগে আর্থিং লাগানো হয় না। টু-পিন প্লাগে দুইটি পিন থাকে। একটিতে ফেজ এবং আরেকটিতে নিউট্রাল লাগানো হয়।
প্রশ্নঃ-৪৮ চোক কয়েল কি এবং এর কাজ কি?
উত্তরঃ যে কয়েল এর সাহায্যে, কারেন্ট নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু ভোল্টেজ ঠিক রাখা হয় তাকে চোক কয়েল বলে।এটিকে ইন্ডাক্টর কয়েল ও বলা যায়, এর মাধ্যমে AC কারেন্ট নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত টিউবলাইটে এর ব্যবহার হয়।
প্রশ্নঃ-৫০ থ্রি-পিন প্লাগ এর একটি পিন মোটা ও লম্বা হয় কেন?
উত্তরঃ থ্রি-পিন প্লাগ এর মোটা ও লম্বা পিনটি হল আর্থিং এর পিন। যখন আপনি প্লাগটি সকেটে ঢুকাবেন তখন যেন আর্থ পিনটি সকেটের আর্থ পোর্টের সাথে সবার আগে সংযোগ পায়, আবার যখন খুলবেন তখন যেনো সবার শেষে আর্থ পিনটির সংযোগ বিচ্ছিন্ন হয়, এটি নিশ্চিত করার জন্য মূলত তৃতীয় পিনটি লম্বা রাখা হয়। যার ফলে জমে থাকা স্থির তড়িৎ সহজেই মাটিতে চলে যায়।
Image: ABC লাইসেন্স ভাইভা প্রস্তুতি |
Good
ردحذفGood
ردحذف