অ্যামিটার ০,১,২,৩ এবং ভোল্টমিটার SN, RN, RS, TS এর মানে কি?

অ্যামিটার ০,১,২,৩ এবং ভোল্টমিটার SN, RN, RS, TS এর মানেঃ

এর জন্য আমাদের আগে জানতে হবে ভোল্ট মিটার কি? অ্যামিটার কি? 

ভোল্ট মিটার লাইনে কি সংযোগে থাকে এবং অ্যামিটার লাইনে কি সংযোগে থাকে? এগুলো বিষয়ে জানতে হবে। 

ভোল্ট মিটার লাইনে প্যারালালে থাকে এবং  অ্যামিটার লাইনে সিরিজে থাকে। ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করা হয় এবং  অ্যামিটার দিয়ে অ্যাম্পিয়ার পরিমাপ করা হয়। এখানে 1 দ্বারা বুঝানো হয়েছে 1 টা ফেজের মধ্যে দিয়ে কি পরিমান কারেন্ট যাচ্ছে। 2 দ্বারা বুঝানো হয়েছে ২য় ফেজের মধ্যে দিয়ে কি পরিমান কারেন্ট যাচ্ছে। 3 দ্বারা ও একই বিষয় বুঝানো হয়েছে এবং RS দ্বারা 2টা ফেজের ভোল্টেজ পরিমাপ করা হয়েছে। একই ভাবে ST, TR।  

 RN দ্বারা ফেজ এবং নিউট্রলের ভোল্টেজ পরিমাপ করা হয়েছে। একই ভাবে SN।

অ্যামিটারে ১, ২, ৩ দ্বারা প্রতি ফেজের কারেন্ট বুঝানো হয়েছে। আর ভোল্ট মিটারে RS, TS, RT দ্বারা দুই ফেজের মধ্যে ভোল্টেজ (৪২০/৪৪০ ভোল্ট) আর SN, RN, TN দ্বারা ফেজ ও নিউট্রালের মধ্যে ভোল্টেজ (২২০ভোল্ট) বুঝানো হয়েছে। এখানে R, S, T এর পরিবর্তে U, V, W ও থাকতে পারে।




إرسال تعليق

أحدث أقدم