জেনারেটরের COMMON ALARM এবং FAULT যে সমস্যার কারণে আসে

জেনারেটরের COMMON ALARM/FAULT:

Gpc-3 এবং Safety Chain fault: 

এই ফল্ট মূলত ইলেক্ট্রিক্যাল ফল্ট।

Gpc - 3 fault এর কাজঃ

অল্টারনেটর বা জেনারেটর কে প্রটেকশন দেওয়া। কারণ জিপিসির কাজেই হচ্ছে অল্টারনেটর প্রটেকশন দেওয়া এবং জেনারেটর ও গ্রীড এর সাথে সিনক্রোনাইজিং করা।

Gpc-3: Gen protection যে কারণে আসে:

  1. Revarse power
  2. Under voltage
  3. Over voltage
  4. Over Current
  5. Synchronize failed & more causes

Safety Chain fault:

সেইফটি চেইন মডিউল জেনারেটর নিরাপত্তা সাধন করে থাকে এবং ফল্ট আসার কারণঃ

  1. ওভার কারেন্ট 
  2. ওভার ভোল্টেজ
  3. গ্যাস প্রেসার লো হয়ে গেলে।
  4. এয়ার ফিল্টারের সমস্যার কারণে।
  5. জ্বালানীর সমসত্ব মিশ্রণ না হলে।

এবং সেইফটি চেইন মডিউলের সমস্যা হলে ইত্যাদি কারণে আসতে পারে।

Flow monitoring Engine Cooling circuit fault আসার কারণঃ

  1. HT Outlet এ পানিতে হাওয়া প্রবেশের কারণে
  2. লিমিট প্রেসার সুইজের ত্রুটির কারণে।
  3. জ্যাকেট ওয়াটার পাম্প বন্ধ থাকলে
  4. জ্যাকেট ওয়াটার পানির প্রেসার জিরো হয়ে গেলে।
Generator COMMON ALARM/FAULT


2 تعليقات

أحدث أقدم